Vande Bharat Menu: মুখে তোলা যায় না! পাথরের মতো পনির,পচা ডাল, বন্দে ভারতের মেনুতে অসন্তোষ যাত্রীর

বন্দে ভারতের মেনু নিয়ে আবার অসন্তোষ। এবার হিমাংশু মুখোপাধ্য়ায় নামে এক যাত্রী টুইট করে এনিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। মুম্বইতে ২২২৩০ বন্দে ভারত এক্সপ্রেসে চেপেছিলেন তিনি। উদ্বোধনের সময়ের খাবারের ছবিকে তিনি ডেলিসিয়াস বলে উল্লেখ করেছেন। আর এখন যে খাবার দেওয়া হচ্ছে তা নিয়ে তাঁর প্রবল আপত্তি। খাবারের মান নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। আর সেই সঙ্গেই একাধিক নেটিজেন দাবি করেছেন অন্যান্য দূরপাল্লার ট্রেনে যে খাবার দেওয়া হয় তা মুখে তোলা যায় না।

তিনি লিখেছেন, সেই সময় বিনা পয়সা আহুজা ক্যাটারারের খাবার পরিবেশন করা হত। আর এখন ২৫০ টাকা দেওয়ার পরেও পাথরের মতো কঠিন পনির, ঠান্ডা খাবার, পচা নুনে পোড়া ডাল দেওয়া হয়েছে। তিনি লিখেছেন, মাঝমধ্যেই বন্দে ভারত এক্সপ্রেস চড়ে যেতে হয়। ইদানিং দেখি দই, স্যানিটাইজার কিছুই দেয় না। খাবারের মান বলে তো আর কিছুই নেই। যা তা হয়ে গিয়েছে খাবার। আপনাদের অতিথিরা যদি এই খাবার খেয়ে খুব তারিফ করেন তবে তার একটা নজির আমার সামনে দিন। এদিকে এই টুইট করার পরে অনেকেই তা নিয়ে নানা মন্তব্য করেছেন। 

একজন যাত্রী লিখেছেন, আমি তো সবসময় সঙ্গে করে ঘরে তৈরি খাবার নিয়ে যাই। তিনি লিখেছেন সঙ্গে করে যে লুচি নিয়ে যাই সেটাও বাড়িতে তৈরি করা। অপর এক যাত্রী লিখেছেন, মুম্বই সেন্ট্রাল-নিজামুদ্দিন অগস্ট ক্রান্তি এক্সপ্রেস( তেজস) যে খাবার পরিবেশন করা হয় সেটাও যন্ত্রণার।

 

আসলে ওই যাত্রী উদ্বোধনের দিন যে খাবার বন্দে ভারতে পরিবেশন করা হয়েছিল আর এখন যে খাবার দেওয়া হচ্ছে তার পাশাপাশি ছবি তুলে ধরেন টুইটে। এরপরই তিনি দুই খাবারের তুলনা টানতে চেয়েছেন। আর তাতেই নেট পাড়ায় একেবারে হইচই পড়ে গিয়েছে। অনেকেই রেলযাত্রার সময় একাধিক ট্রেনের মেনু নিয়ে তাঁদের খারাপ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন।

এক যাত্রী লিখেছেন, কিছুদিন আগে আমি দুরন্ত এক্সপ্রেসে গিয়েছিলাম। যে খাবার সেখানে পরিবেশন করা হয়েছিল তা একেবারে নষ্ট হয়ে গিয়েছিল। খাবার পিছু তারা ৭০০ টাকা করে দাবি করেছিল। কিন্তু যে খাবার দিয়েছিল তা একেবারে যা তা।