Army veteran passes away: ১০৯-এ ইনিংস শেষ সেনা পরিবারের অন্য়তম প্রবীণ সদস্যর, লড়েছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে

১০৯ বছর বয়সে প্রয়াত হলেন মেজর (অবসরপ্রপ্ত) বখতওয়ার সিং ব্রার। তিনি ভারতীয় সেনা পরিবারের অন্যতম প্রবীণ সদস্যদের একজন। উল্লেখ্য, সেনার বর্তমান এবং অবসরপ্রাপ্তদের একই বৃহত্তর পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করা হয়। জানা গিয়েছে, আমেরিকায় বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয় মেজর ব্রারের। তিনি ভারতীয় সেনার ৬ কুমাওন রেজিমেন্টে ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ-ইন্ডিয়ান সেনার হয়ে বর্মায় লড়েছিলেন তিনি। জম্মু ও কাশ্মীরেও নিযুক্ত ছিলেন দীর্ঘদিন। অবসরের বহু বছর পর তিনি আমেরিকায় গিয়ে বসবাস শুরু করেন। তাঁর এক ছেলেও ভারতীয় সেনায় যোগ দিয়েছিলেন। (আরও পড়ুন: ‘প্রথমে সিএ হওয়ার পরিকল্পনাই ছিল না’, বললেন সিএ ফাইনালে শীর্ষ স্থান অর্জন করা অক্ষয়)

১৯১৩ সালে অবিভক্ত পঞ্জাবের ফরিদাকোটে জন্ম হয়েছিল মেজর ব্রারের। খুবই গরিব ঘরে জন্ম হয়েছিল তাঁর। তিনি খালি পায়েই ঘুরে বেরাতেন সব জায়গায়। চপ্পল কেনার টাকাও ছিল না তাঁর কাছে। পরে তিনি ফরিদাকোট স্টেট ফোর্সে যোগ দিয়েছিলেন। ফরিদকোটের মহারাজের সেনা ছিল সেই স্টেট ফোর্স। বহুদিন সেই ফোর্সে ছিলেন তিনি। ওয়াজিরিস্তানে পঠানদের বিরুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করার জন্য ১৯৪২ সালে ইংল্যান্ডের রাজার তরফে মেনশন-ইন-ডেসপ্যাচে ভূষিত করা হয়েছিল তাঁকে। পরে ১৯৪৫ সালে ৬ কুমাওন রেজিমেন্টে অন্তর্ভুক্ত করা হয়েছিল তাঁকে। ১৯৪৫ সালে বর্মা পুনর্দখলের লড়াইতে তিনি অংশ নিয়েছিলেন। দীর্ঘদিন জম্মু ও কাশ্মীরেও ছিলেন তিনি। এর জন্য ১৯৬০ সালে ভারতের সেনা প্রধানের তরফে থেকে ‘কমেন্ডেশন কার্ড’ দেওয়া হয়েছিল তাঁকে। ১৯৬০ সালের মার্চ মাসে তাঁকে ১১১ ইনফ্যান্টরি ব্যাটেলিয়নে নিযুক্ত করা হয়। ১৯৫৭ সালে বালতালে বরফ সরিয়ে উদ্ধারকাজে অংশ নিয়েছিলেন মেজর ব্রার। তার জন্য তাঁকে ফের মেনশন-ইন-ডেসপ্যাচে ভূষিত করা হয়েছিল।

মেজর ব্রার গুরনম কউর ব্রারকে বিয়ে করেছিলেন। তাঁদের এক সন্তান হরবিন্দর সিং চিকিৎসক। অপর এক সন্তান মেজর (অবসরপ্রাপ্ত) মনজিৎ সিং ব্রার ১২ কুমাওন রেজিমেন্টে নিযুক্ত ছিলেন। মেজর বখতওয়ার অবসরের পর মধ্যপ্রদেশের জবলপুরে বসবাস শুরু করেন। সেখানে দীর্ঘদিন থাকার পর ১৯৮১ সালে তিনি আমেরিকায় পাড়ি দেন। সেখানে তিনি এবং তাঁর স্ত্রী বিভিন্ন কারখানায় কাজ করতেন। পরে টাকা জমিয়ে ৮০ একর জমি কিনেছিলেন তারা। সেখানেই চাষের কাজ করতেন তিনি। ধীরে ধীরে তিনি ১৮ হাজার একর চাষ জমির মালিক হয়েছিলেন ক্যালিফর্নিয়ায়। তাঁর ফার্মে আঙুর থেকে আলমন্ডের চাষ হত। মেজর ব্রারের স্ত্রী গুরনম এখনও বেঁছে আছেন। তাঁর দুই ছেলে হরবিন্দর এবং মেজর (অবসরপ্রাপ্ত) মনজিৎ সিং ব্রারও এখনও বেঁছে রয়েছেন।