Chandrayaan 3 Launch Date: ‘চন্দ্রযান ৩’ এর উৎক্ষেপণ ১৪ জুলাই, ঘোষণা ইসরোর, শুরু অপেক্ষার কাউন্টডাউন

আরও একবার দেশ আশায় বুক বাঁধছে। চাঁদের মাটিতে ভারতের ‘চন্দ্রযান’ এর সফল পা রাখার সময়কালের অপেক্ষা শুরু হয়ে গিয়েছে। আর তারই মাঝে ভারতের মহাকাশ বিজ্ঞান গবেষণা কেন্দ্র ‘ইসরো’ জানিয়ে দিল, ‘চন্দ্রযান ৩’ আগামী ১৪ জুলাই উৎক্ষেপণ হবে। ফলে ভারতের চন্দ্রাভিযান ঘিরে শুরু হয়ে গেল সাফল্যের অপেক্ষার কাউন্টডাউন।

ভারতের মহাকাশ বিজ্ঞান গবেষণা কেন্দ্র ইসরো জানিয়েছে, ১৪ জুলাই বেলা ২.৩৫ মিনিটে এই উৎক্ষেপণ হবে। ইসরোর হেভিলিফ্ট লঞ্চ ভেহিক্যাল LVM-3 এই ‘চন্দ্রযান ৩’বহন করবে। অন্ধ্রপ্রদেশের সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেরে ১৪ জুলাই দুপুরে লক্ষ্যের উদ্দেশে রওনা হবে ভারতের চন্দ্রাভিযানের অঙ্গ ‘চন্দ্রযান ৩’। সদ্যই ইসরোর তরফে জানানো হয়েছে, ‘চন্দ্রযান ৩ প্রায় প্রস্তুত। ফাইনাল ইন্টিগ্রেশন ও টেস্টিং ও শেষের পথে। তবে আরও কিছু টেস্ট বাকি আছে। আর আমরা তা কিছু পরে করতে চাই। দুটি স্লট রয়েছে। একটি ফেব্রুয়ারি আর আরেকটি জুনে। আমরা জুন স্লটকে বেছে নিচ্ছি।’ এরপরই জানা যায় ইসরো, ওই যানের সংযোগ ঘিরে বিভিন্ন কাজ সম্পন্ন করে ফেলেছে। এরপরই আসে তারিখ। উল্লেখ্য, এর আগে চন্দ্রযান-২ চাঁদে পাড়ির উদ্দেশে রওনা হয়। তবে সেবার সফ্ট ল্যান্ডিং ঘিরে আসে ব্যর্থতা। ১৩০ কোটির দেশের আশা কার্যত এক নিমেষে চূর্ণ হয়।

( Meta Threads: টুইটারের ঘুম ছুটিয়ে ৪ ঘণ্টায় বাজার কাঁপিয়ে দিল মেটা থ্রেডস! নয়া অ্যাপ-এ রকেট গতিতে বাড়ছে ইউজার)

( IIT Campus Outside India: দেশের বাইরে এই প্রথম আইআইটি ক্যাম্পাস! কোথায় হচ্ছে জানেন?)

তবে বৈজ্ঞানিক গবেষণায় সাফল্য আর ব্যর্থতা অঙ্গ। আর সেবারের ব্যর্থতাকে পাথেয় করে নিয়ে ইসরো এগিয়েছে নিজের লক্ষ্যে। ধীরে ধীরে কোভিড কাল কাটিয়ে ইসরো এই চন্দ্রাভিযান ঘিরে উদ্যোগ এগিয়ে নিয়ে যায়। সদ্য ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছিলেন, ১৩ থেকে ১৯ জুলাইয়ের মধ্যে কোনও একটি দিন চন্দ্রযান ৩ উৎক্ষেপণ হবে। এরপর এল এই নয়া বার্তা। ফলে সব মিলিয়ে এবার  ১৪ জুলাই শুক্রবার অন্ধ্রপ্রদেশের সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ হবে ইসরোর গর্বের ‘চন্দ্রযান ৩’ এর।  জানা যাচ্ছে, চাঁদের কিছু বিশেষ জায়গায় থার্মোফিজিক্যাল পদার্থ অনুসন্ধান, ল্যান্ডিং সাইটের আশেপাশে চন্দ্রের ভূমিকম্প, চন্দ্র পৃষ্ঠের প্লাজমা পরিবেশ এবং মৌলিক রচনা সংক্রান্ত কিছু তথ্যের সন্ধানে চলছে এই সাম্প্রতিক অভিযান।