ICC World Cup Trophy Reaches Kolkata In The Presence Of Jhulan Goswami

সৌমিত্র রায়, কলকাতা: আর কয়েক মাসের অপেক্ষা। ৫ অক্টোবর গত বারের বিশ্বকাপের  দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়েই শুরু হতে চলেছে এ বারের ৫০ ওভারের বিশ্বকাপ (ICC Men’s Cricket World Cup 2023)। প্রথমবার সম্পূর্ণভাবে ভারতেই গোটা টুর্নামেন্টটি আয়োজিত হতে চলেছে। সেই টুর্নামেন্টের আগে বিশ্বকাপের ট্রফি ট্যুরও শুরু হয়ে গিয়েছে। এবার কলকাতায় পৌঁছে গেল ক্রিকেট বিশ্বকাপের ট্রফি।

আমদাবাদ থেকে এই ট্রফি ট্যুর শুরু হয়ে দেশের বিভিন্ন শহর ঘুরে আজ কলকাতায় এসে পৌঁছয়। মডার্ন হাই স্কুলে একটি অনুষ্ঠানে সেই ট্রফি তুলে ধরলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। উপস্থিত ছিল একঝাঁক পড়ুয়া। তাদের সঙ্গে নিজের ক্রিকেট কেরিয়ারের অভিজ্ঞতা ও নানা গল্প ভাগ করে নেন কিংবদন্তি ক্রিকেটার ঝুলন। ছোট ছোট পড়ুয়ারা তাদের, সামনে উপস্থিত বিশ্বকাপ ট্রফিটা নিয়ে বেশ আনন্দে ছবিও তোলে।

ঝুলন বলেন, ‘এই ট্রফিটা জেতাই তো যে কোনও ক্রিকেটার প্রধান লক্ষ্য। বিশ্বকাপ জেতাটা সব ক্রিকেটারের কাছেই স্বপ্নের মতো। অলিম্পিক্সে মেডেল জেতাটা যেমন যে কোনও অ্যাথলিটের স্বপ্ন হয়, ঠিক তেমনভাবেই চার বছর অন্তর আয়োজিত ওয়ান ক্রিকেট বিশ্বকাপ জেতাটা ক্রিকেটারদের স্বপ্ন। ধোনির ছক্কা মেরে ২৮ বছর পর বিশ্বকাপ জেতানোর কথাটা তো সবারই মনে আছে। আশা করছি ভারতীয় দল আবারও এ বছর খেতাব জিততে পারবে।’

ঝুলন আসন্ন বিশ্বকাপে সমর্থকদের ভারতের হয়ে গলা ফাটানোর, দলের পাশে দাঁড়ানোরও অনুরোধ করেছেন। তিনি যোগ করেন, ‘দয়া করে এবারও আমাদের নায়কদের পাশে থাকবেন সবাই। জেতা, হারাটা তো খেলারই অঙ্গ। তবে যাই হয়ে যাক না কেন, ওরা আমাদের নায়কই থাকবেন। তাই ওদের পাশে থাকুন, সমর্থন করুন।’ 

ভারতের পাশাপাশি কুয়েত, মালয়েশিয়া, বাহারিনের মতো ১৮টি দেশে বিশ্বকাপের ট্রফি ঘুরবে। এবার কিন্তু ট্রফির উন্মোচনটাও একেবারে অভিনব উপায়ে হয়। পৃথিবীর থেকে ১ লক্ষ ২০ হাজার ফিট ওপরেই বিশ্বকাপ ট্রফিটি লঞ্চ হয়, যা শেষমেশ আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এসে নামে। একটি স্ট্র্যাটোস্ফিয়ারিক বেলুনের সাহায্যেই বিশ্বকাপের ট্রফিটিকে এত উঁচুতে পাঠানো হয়েছিল। এর আগে এমন ঘটনার সাক্ষী থাকেননি। এবারই বিশ্বকাপ ট্রফি স্ট্র্যাটোস্ফিয়ারে পাঠিয়ে নতুন ইতিহাস রচনা করল আইসিসি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: বাড়িতে ক্যাকটাস কিংবা ভাঙা তালা রেখেছেন? দুর্ভাগ্য ডেকে আনছেন না তো?