Justin Trudeau on Khalistani Threat: খলিস্তানি হুমকি ইস্যুতে কড়া প্রতিক্রিয়া ভারতের,মুখ খুললেন কানাডার প্রধানমন্ত্রী

কানাডায় ভারতীয় হাইকমিশনের কর্মীদের বিরুদ্ধে হুমকির দেওয়ার কড়া প্রতিক্রিয়া দিয়েছিল ভারত। সেদেশে খলিস্তানিদের বাড়বাড়ন্ত নিয়ে কানাডার রাজনীতিকে দায়ী করেছিল দিল্লি। সেই অভিযোগের জবাবে এবার মুখ খুললেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। প্রসঙ্গত, কয়েকদিন আগে কানাডায় মৃত্যু হয়েছিল খলিস্থানি উগ্রপন্থী হরদীপ সিং নিজ্জারের। গুরুদ্বারের ভেতরেই গুলি করে হত্যা করা হয়। এরপর থেকেই খলিস্তানিরা ভারতের বিরুদ্ধে সুর চড়িয়েছে। তাদের অভিযোগ, ভারতই নিজ্জরকে খুন করিয়েছে। এই আবহে কানায় নিযুক্ত ভারতীয় দূতাবাস কর্মীদের ছবি প্রকাশ করে ‘কিল ইন্ডিয়া’ পোস্টার পড়ে কানাডার বহু জায়গায়। ভারতের তরফে এই নিয়ে কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়। যা নিয়ে আজ প্রশ্ন করা হয় ট্রুডোকে। তাতে তিনি ভারতের অভিযোগ অস্বীকার করেন।

এর আগে কানাডায় ভারতীয় হাইকমিশন আধিকারিকদের বিরুদ্ধে হুমকির পোস্টার প্রসঙ্গটি সামনে আসতেই পদক্ষেপ করেছিল দিল্লি। ভারতে নিযুক্ত কানাডার হাইকমিশনার ক্যামেরন ম্যাক্কাওভকে ডেকে পাঠিয়ে কড়া ভাষায় ‘বকুনি’ দিয়েছিল ভারত। ভারতের তরফে অভিযোগ করা হয়েছিল, কানাডায় শিখ ভোটের অনেকটা প্রভাব রয়েছে। এই আবহে সেদেশের রাজনীতিবিদরা এই বিচ্ছিনতাবাদীদের বিরুদ্ধে কোনও শব্দ ব্যয় করছেন না। এই অভিযোগের প্রসঙ্গটি তুলে আজ প্রশ্ন করা হয় জাস্টিন ট্রুডোকে। তার জবাবে তিনি বলেন, ‘এরকম কোনও বিষয় নেই। কানাডা সব ধরনের হিংসার বিরোধী। এই বিষয়টি আমরা সবসময় গুরুত্ব দিয়ে দেখি।’

উল্লেখ্য, আগামী ৮ জুলাই খলিস্তানিদের ‘ফ্রিডম র‍্যালি’ হওয়ার কথা ভ্যানকুভার এবং টরেন্টোতে। ভারতীয় হাইকমিশনের সামনে এসে বিক্ষোভ প্রদর্শনের কথা রয়েছে বিচ্ছিনতাবাদীদের। এর আগে লন্ডন, সান ফ্রান্সিসকো সহ একাধিক জায়গায় ভারতীয় দূতাবাসের সামনে খলিস্তানিরা প্রচিবাদ বিক্ষোভ দেখিয়েছে। গত ২ জুলাই স্থানীয় সময় ভোররাত দেড়টা থেকে আড়াইটের মধ্যে সান ফ্রান্সিসকোতে অবস্থিত ভারতীয় কনসুলেটে অগ্নি সংযোগের ঘটনা পর্যন্ত ঘটায় খলিস্তানিরা। এর আগে লন্ডনে ভারতীয় হাইকমিশনে জাতীয় পতাকা খুলে খলিস্তানি পতাকা লাগানোর চেষ্টা করা হয়েছিল। এই সব হামলার তীব্র ভাষায় নিন্দা জানিয়েছিল মার্কিন ও ব্রিটিশ সরকার। তবে কানাডায় বারংবার খলিস্তানিদের হুমকির প্রেক্ষিতে নীরবতাই পালন করেছে সেদেশের সরকার। কয়েকদিন আগেই অপারেশন ব্লু স্টারের বর্ষপূর্তি উপলক্ষে এক মিছিল বের করা হয়েছিল। সেখানে ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডের উদযাপন হয়েছিল। আর এখন এক খলিস্তানি জঙ্গির মৃত্যুর প্রতিবাদে মিছিল বের করতে চাইছে খলিস্তানিরা। এই গোটা বিষয়টি নিয়ে কানাডা সরকারের প্রতি নিজেদের বিরক্তি চেপে রাখেনি দিল্লি।