KKR Star Nitish Rana Shares Cryptic Post As BCCI Announce Squad For WI T20Is Message For Rinku Singh

নয়াদিল্লি : স্বপ্নের ফর্মে শেষ করেছিলেন আইপিএল (IPL)। কেকেআরের জার্সিতে দুরন্ত পারফরম্য়ান্স রিঙ্কু সিংহের (Rinku Singh) জাতীয় দলের দরজা খুলে দেবে বলেই প্রত্যাশা রেখেছিলেন ক্রিকেটপ্রেমীরা। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ দলে সুযোগ হয়নি রিঙ্কুর। জায়গা পাননি রুতুরাজ গায়কোয়াড়ও। এই অবস্থায় বিশেষ বার্তা দিয়েছেন নীতীশ রাণা (Nitish Rana)। জাতীয় দলের দরজা বন্ধ থেকেছে তাঁর কাছেও। চলতি আইপিএলে কেকেআরের অধিনায়কত্ব সামলানো নীতীশ ট্যুইটারে একটি পোস্ট করেছেন, যা দেখেই ক্রিকেটভক্তদের ধারণা, দল নির্বাচন নিয়েই বার্তা দিতে চেয়েছেন তিনি। 

ট্যুইটারে একটি ছবি পোস্ট করেছেন নীতীশ রাণা। দিল্লি বাঁ-হাতি ব্যাটারের যে পোস্টে লেখা, ‘খারাপ দিনগুলিই ভাল দিনের বুনিয়াদ তৈরি করে।’ প্রসঙ্গত, জাতীয় দলের জার্সিতে একটি একদিনের আন্তর্জাতিক ও ২ টি ২০ ম্যাচে খেলেছেন রাণা। শেষবার ২০২১ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। মোটের ওপর খারাপ আইপিএল তাঁর না গেলেও পারফরম্যান্সের বিচারেই নীতীশের কেকেআর সতীর্থ রিঙ্কু থেকে চেন্নাই সুপার কিংসের রুতুরাজ, এগিয়ে থাকবেন। ইতিমধ্যেই বাঁ-হাতি ব্যাটার রিঙ্কুর বদলে তিলক বর্মা ভারতীয় স্কোয়াডে সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

ভারতীয় নির্বাচক প্রধান হওয়ার পর অজিত আগারকারের (Ajit Agarkar) নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় টি ২০ দল নির্বাচন হয়েছে। বিরাট কোহলি, রোহিত শর্মার মতো অভিজ্ঞদের বিশ্রাম দিয়ে হার্দিক পাণ্ড্যর কাঁধে তুলে দেওয়া হয়েছে নেতৃত্বের ভার। পাশাপাশি দলে সুযোগ দেওয়া হয়েছে একঝাঁক তরুণ তুর্কিকে। মূলত, আইপিএলে ভাল পারফরম্যান্স করে দেখানোর সুফল হিসেবেই জাতীয় দলের দরজা খুলেছে তাঁদের কাছে। আর সেখানেই প্রশ্ন তুলেছেন অনেকে। আইপিএল যদি মাপকাঠি হয়, তাহলে কোন যুক্তিতে রিঙ্কু সিংহ জাতীয় দলে সুযোগ পান না, সেই প্রশ্নও শানিয়েছেন তাঁরা। 

আরও পড়ুন- ক্যাচ ধরে সোজা বাউন্ডারির বাইরে ! ফিল্ডারের কীর্তিতে হেসে খুন নেটদুনিয়া

প্রসঙ্গত, আইপিলে ১৪ ম্যাচে ৪৭৪ রান। দেড়শোর কাছাকাছি স্ট্রাইক রেট। অথচ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের ভারতীয় দলে জায়গা পেলেন না রিঙ্কু। যেখানে অনেকে ধরেই নিয়েছিলেন যে, আইপিএলের ওই পারফরম্যান্সের পর রিঙ্কুর জাতীয় টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়া স্রেফ সময়ের অপেক্ষা। সেখানে উপেক্ষিতই থাকতে হল নাইট তারকাকে। অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি প্রথম নির্বাচনী বৈঠকের পরই বিতর্কবিদ্ধ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial