Pension for Unmarried: বিয়ে করেননি? ৪০ পেরিয়ে গেছে? কড়কড়ে পেনশন পাবেন, ঘোষণা ওই রাজ্যে

অবিবাহিতদের জন্য বিরাট খবর। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর বৃহস্পতিবার ঘোষণা করেছেন, এবার থেকে অবিবাহিত পুুরুষ ও নারীরা পেনশন পাবেন। তাঁদের বয়স ৪০-৬০ এর মধ্য়ে হতে হবে। তারা এই বয়স সীমার মধ্য়ে থাকলে মাসে ২৭৫০ টাকা করে মাসিক পেনশন পাবেন। তবে তাদের বাৎসরিক আয় ১.৮০ লাখ টাকার মধ্য়ে হতে হবে। তবেই তারা এই পেনশন পাওয়ার যোগ্য হিসাবে বিবেচিত হবেন। 

সূত্রের খবর, ৬০ বছর বয়সি এক অবিবাহিতা মহিলা একটি জনসংযোগ কর্মসূচিতে হরিয়ানার মুখ্যমন্ত্রীর কাছে এনিয়ে দাবি করেছিলেন। একাধিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুসারে জানা গিয়েছে সব মিলিয়ে ১.২৫ লাখ অবিবাহিতা পুরুষ ও নারী এই পেনশন পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। ইতিমধ্য়েই মুখ্যমন্ত্রীর দফতর থেকে এনিয়ে হিসাব তৈরি করা হয়েছে। 

এটা নিঃসন্দেহে অবিবাহিতদের জন্য সুখবর। তবে শুধু অবিবাহিতরাই আর্থিক অনুদান পাবেন এমনটাই নয়। আরও নানা অনুদানের কথা জানিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী। তিনি ঘোষণা করেছেন, ৪০-৬০ বছরের মধ্য়ে যারা বিধবা অর্থাৎ স্বামীহারা মহিলা রয়েছেন তারাও পেনশন পাবেন। তাঁরাও মাসিক ২৭৫০ টাকা করে প্রতি মাসে পেনশন পাবেন। তবে তাঁদের প্রতি মাসে আয় তিন লাখ টাকার কম হতে হবে। তারপরই তাঁরা নির্দিষ্ট পরিমাণ টাকা পেনশন হিসাবে পাবেন। 

তবে অনেকেই মনে করছেন দেশের মধ্য়ে হরিয়ানাতেই প্রথম অবিবাহিতদের জন্য এই সুবিধা দেওয়া হবে। পরবর্তীতে যদি অন্যান্য রাজ্য এই পথে হাঁটে তবে সুবিধা হবে অনেকেরই। এদিকে হরিয়ানায় প্রচুর অবিবাহিত  ব্যক্তি রয়েছেন। যারা কোনওদিন বিয়ে করেননি। অন্যদিকে সংসার চালানোর মতো আর্থিক অবস্থা না থাকায় অনেকেই বিয়ে করতে চান না। সেকারণেই তারা অবিবাহিত থেকে যান। এবার সেই অবিবাহিতদের চিন্তা অনেকটাই কমবে। মাস গেলে একেবারে পেনশন পাবেন তারা। 

হরিয়ানার মুখ্যমন্ত্রী জানিয়েছেন,  রাজ্যের প্রায় ৭১,০০০ মানুষ এই পেনশনের সুবিধা পাবেন। এই সুবিধা দেওয়ার জন্য রাজ্যের কোষাগার থেকে প্রতি বছর প্রায় ২৪০ কোটি খরচ করতে হবে। এদিকে এই নয়া স্কিমকে ঘিরে ইতিমধ্য়েই হরিয়ানায় খুশির জোয়ার। মূলত যারা অবিবাহিত থেকে গিয়েছিলেন এতদিন তাদের মধ্য়ে নানা চিন্তা গ্রাস করত। তবে অনেকে আবার অবিবাহিত থেকে বেশ সুখেই ছিলেন। বিয়ে করে জীবনের জটিলতায় যেতে চাননি তারা। তবে এবার মাস গেলে আর্থিক সুবিধা পাবেন তারা।