Rajasthan rainfall: ১২৩ বছরের রেকর্ড ভাঙল রাজস্থানের বৃষ্টি! গোটা জুলাই নাকি এমনই থাকবে

চলতি বছরের জুন মাসে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রাজস্থানে। এতটাই বেশি যে, তা ছাপিয়ে গিয়েছে গত ১২৩ বছরের পরিসংখ্যানকেও। সম্প্রতি সেই রাজ্যের আবহাওয়া দফতরএমনটাই জানিয়েছে। গত শতকের গোড়া অর্থাৎ ১৯০১ সাল থেকে নিয়মিত আবহাওয়ার গতিবিধি পরিমাপ করা হচ্ছে রাজস্থানে। সেই সময় থেকে ২০২৩ সাল পর্যন্ত সমস্ত পরিসংখ্যানকেই ছাপিয়ে গিয়েছে গত জুন মাসের বৃষ্টি। মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠকে জয়পুর আবহাওয়া দফতরের ডাইরেক্টর রাধেশ্যাম শর্মা বলেন, জুন মাসে গড়ে ১৫৬.৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ বেশি। অঙ্কের হিসেবে মরুর দেশে ১৮৫ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে গত মাসে। প্রসঙ্গত, বেশি বৃষ্টির নিরিখে রাজস্থান এর আগের রেকর্ড গড়েছিল ১৯৯৬ সালের জুনে। সেই বছর গড়ে ১২২.৮ মিলিমিটার বৃষ্টি হয় সারা মাস জুড়ে। চলতি বছর সেই রেকর্ড ভেঙে অনেকটাই ছাপিয়ে গিয়েছে।

সমকামী বিবাহে সম্মতি নেপাল সুপ্রিম কোর্টের, ঐতিহাসিক রায়ে সরকারকে বিশেষ নির্দেশ

জবার গুণেই ভালো থাকবে চুল! বর্ষায় যত্ন নেবেন কীভাবে

রাজ্যের কোথাও কেমন বৃষ্টি হয়েছে, তার হালহকিকতও এই দিন জানিয়েছেন রাধেশ্যাম। তাঁর কথায়, পূর্ব রাজস্থানে অন্যান্যবারের তুলনায় ১১৮ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। পশ্চিম রাজস্থানে অন্যান্য বছরের তুলনায় ২৮৭ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। তাঁর কথায়, বিধ্বংসী সাইক্লোন ‘বিপর্যয়’এর কারণে বৃষ্টিপাতের পরিসংখ্যান এমন তুঙ্গে। আরব সাগর থেকে ছুটে আসা ‘বিপর্যয়’ মূলত রাজ্যের দক্ষিণ দিকের জেলাগুলির উপর বেশি প্রভাব ফেলেছে। জালোর, পালি, বারমের, রাজসামন্দ শিরোহি ও আজমের জেলায় ‘বিপর্যয়’এর প্রভাবে ১৬ থেকে ২০ জুন ভারী বৃষ্টি হয়। এই সময়ে জালোর জেলায় ৪০০.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাধেশ্যামের কথায়, একমাত্র ঝালাওয়ার বাদে রাজস্থানের প্রতি জেলাতেই স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হয়েছে। যার জেরে ১২৩ বছরের রেকর্ড ভেঙে ফেলেছে মরুর রাজ্য।

প্রসঙ্গত, এই বছর অন্যান্যবারের মতোই রাজস্থানে বর্ষা ঢুকেছে ২৫ জুন। তবে ঢোকার সঙ্গে সঙ্গেই ২ জুলাইয়ের মধ্যে পশ্চিম রাজস্থান জুড়ে ভারী বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সাধারণত, বৃষ্টিপাতে তেজ বাড়াতে ৮ জুলাই পর্যন্ত সময় নেয় বর্ষা। রাধেশ্যামের মতে, বঙ্গোপসাগর থেকে আসা দক্ষিণপূর্ব বায়ুর প্রভাবেই এমনটা হয়েছে। ৫ ও ৬ জুলাই কোটা, উদয়পুর, আজমের ও জয়পুরের কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর। অন্যদিকে পূর্ব রাজস্থানের ভারতপুর ডিভিশনেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।