UK on Khalistani Rally: নজরে ভারতীয় দূতাবাস! লন্ডনে খালিস্তানপন্থীদের মিছিলের পরিকল্পনা , UK জানাল ‘গ্রহণযোগ্য নয়’

লন্ডনে আগামী ৮ জুলাই ‘কিল ইন্ডিয়া’ শীর্ষক একটি মিছিল আয়োজনের পরিকল্পনা করেছিল খালিস্তানপন্থী সংগঠনগুলি। যা কার্যত সরাসরি নস্যাৎ করে দিয়েছে ব্রিটেনের ঋষি সুনাকের প্রশাসন। ৮ জুলাই লন্ডনে ভারতীয় হাইকমিশনকে ঘিরে এই মিছিল হওয়ার কথা ছিল। প্রসঙ্গত, স্যান ফ্রান্সিসকোতে ভারতীয় কনস্যুলেটে আগুন ধরানোর ঘটনায় কাঠগড়ায় আসে খালিস্থানপন্থীদের নাম। সেই ঘটনার পরই পরিকল্পনা ছিল লন্ডনে মিছিলের। যা ‘গ্রহণযোগ্য নয়’ বলে জানিয়ে দিয়েছে ইউকের বিদেশমন্ত্রক। 

লন্ডনে ‘ভারতীয় মিশন’কে টার্গেট করে পড়েছিল পোস্টার। বেশ কয়েকটি টুইটার প্রোফাইল থেকে এই মিছিল ঘিরে প্রচার চলেছে। এই প্রোফাইলগুলির ১০ জনও ফলোয়ার নেই, এবং এই টুইটার অ্যাকাউন্টগুলি সদ্য খোলা হয়েছে বলে দেখা গিয়েছে। ব্রিটেনের বিদেশ সচিব জেমস ক্লেভারলি বৃহস্পতিবার জানিয়েছেন যে, ভারতীয় মিশনে যেকোনও হামলাই ‘সম্পূর্ণভাবে অনস্বীকার্য’, যা ‘গ্রহণযোগ্য নয়’ বলে জানিয়ে দিয়েছে ব্রিটেন। এই গোটা পরিস্থিতি তৈরি হয়েছে সন্ত্রাসবাদী হিসাবে তকমা পাওয়া হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডের পর। গত মাসই কানাডায় হরদীপ সিং নিজ্জরের হত্যা হয়েছে। তারপর থেকে ‘চ্যালেঞ্জ ইন্ডিয়ান হ্যান্ড’ ,’ইন্ডিয়ান হ্যান্ড ইন অ্যাসাসিনেশন অফ নিজ্জর’ এমন লাইন দিয়ে বহু কিছু ট্রেন্ড করছিল টুইটারে। যা নিয়ে রয়েছে বিস্তর সন্দেহ। 

( আরও পড়ুন- Toilet water offered to Students: স্কুলে বাথরুমের জল খেতে দেওয়া হল পড়ুয়াদের! অভিযোগ ঘিরে তুলকালাম, তদন্তে পুলিশ)

( Pradyot Deb Barma: ‘রাজনীতি করতে চাইছি না…’, শাহি বৈঠকের পরই তিপ্রা মথা পার্টি প্রধান প্রদ্যোতের বড় দাবি)

এদিকে, যে পোস্টারগুলি পড়েছে, তাতে দেখা গিয়েছে, ৮ জুলাই লন্ডনে ভারতীয় হাইকমিশনের কাছে এই খালিস্তানপন্থীদের ডাকে হবে মিছিল। সেদিন বেলা ১২.৩০ মিনিটে এই প্রতিবাদ মিছিল চলবে বলে ডাক দেওয়া হয়েছে। এর আগে, কানাডায় ভারতীয় রাষ্ট্রদূতের নাম করে তাঁকে টার্গেট করে মিছিল হয়েছে। সেখানেও মিছিল আয়োজন করে খালিস্তানপন্থীরা। হরদীপ সিং নিজ্জরের মৃত্যুর প্রতিবাদে এই মিছিল আয়োজিত হয়। মিছিলে পোস্টারের ভারতীয় কূটনীতিবিদদের নাম আসে। গোটা ঘটনার জেরে কানাডাকে ডিমার্চ করে দিল্লি। এদিকে লন্ডরে ব্রিটেনের বিদেশ সচিব এক টুইটে লেখেন,’লন্ডনে ভারতীয় দূতাবাসে কোনও সরাসরি হামলা একেবারেই গ্রহণযোগ্য নয়। আমরা স্পষ্ট করে দিয়েছি ভি ডোরাইস্বামীর কাছে ও ভারতীয় সরকারের কাছে যে তাঁদের স্টাউদের নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে আগে।’