Uniform Civil Code: খ্রীষ্টান, আদিবাসী এলাকা কি ছাড় পাবে অভিন্ন দেওয়ানি বিধি থেকে? বড় আশ্বাস শাহের

অ্যালিস ইহসু

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে নানা চর্চা দেশজুড়ে। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাগাল্যান্ড সরকারের ১২ সদস্যের কমিটিকে আশ্বাস দিয়েছেন, প্রস্তাবিত অভিন্ন দেওয়ানি বিধি থেকে খ্রীষ্টান ও কিছু আদিবাসী এলাকাকে বাদ দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করছে। বুধবার এই প্রতিনিধিদলের প্রধান হিসাবে ছিলেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও।

সূত্রের খবর, ওই প্রতিনিধি দলের সদস্যরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। সেখানে তাঁরা জানিয়ে দেন নাগাল্যান্ড একটি খ্রীষ্টান রাজ্য। সেখানে সংবিধানের ৩৭১(এ) ধারা অনুসারে ধর্মীয় আচার অনুষ্ঠান করার অধিকার রয়েছে। তবে সেখানে অভিন্ন দেওয়ানি বিধি চালু করে ভয়াবহ প্রতিক্রিয়া হতে পারে।

বৃহস্পতিবার সরকারের মুখপাত্র তথা মন্ত্রী কেজি কেনিয়ে জানিয়েছেন, তিনি ( অমিত শাহ) আশ্বাস দিয়েছেন, কেন্দ্রীয় সরকার খ্রীষ্টান ও কিছু আদিবাসী এলাকা থেকে এই আইনটি প্রয়োগের ক্ষেত্রে ছাড় দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করছেন। এটা আমাদের কাছে বড় স্বস্তির। কারণ এটা লাগু হলে সমস্যা দেখা দিতে পারে।

এদিকে নাগা শান্তি চুক্তির পথকে সুগম করার ব্যাাপারেও আশা প্রকাশ করা হয়েছে। মন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার প্রস্তাব দিয়েছে যাতে একটা স্বয়ংশাসিত সংস্থা তৈরি করা যায় নাগাল্যান্ডের ৬টি পূর্ব জেলা নিয়ে এটা তৈরি করা যেতে পারে। কারণ ইস্টার্ন নাগাল্যান্ড পিপলস অর্গানাইজেশন আলাদা রাজ্যের দাবি তুলে সরব হয়েছিল। এনিয়ে মন্ত্রী জানিয়েছেন, ত্রিপাক্ষিক ব্যবস্থার মাধ্য়মে এটা গড়ে তোলা যেতে পারে। সমস্ত ক্ষেত্রে রাজ্য সরকারকে অন্তর্ভূক্ত করা দরকার। একটা পূর্ণাঙ্গ ত্রিপাক্ষিক চুক্তি করাটা দরকার। এনিয়ে বিস্তারিত আলোচনা করা দরকার।