CBI arrest 3 officials in Coromandel train accident: করমণ্ডল ট্রেন দুর্ঘটনায় সিবিআইয়ের হাতে গ্রেফতার তিন রেল আধিকারিক

ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় এবার গ্রেফতার রেলের তিন আধিকারিক। সিবিআই গ্রেফতার করেছে তাদের। সূত্রের খবর, সিবিআইয়ের তরফে দাবি করা হয়েছে, তাদের কাজকর্মের জেরেই দুর্ঘটনা হয়েছিল। 

ধৃতদের মধ্য়ে অন্যতম অরুণ কুমার মোহন্ত। তিনি সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার। মহম্মদ আমির খান। তিনি সেকশন ইঞ্জিনিয়ার। ও পাপ্পু কুমার। তিনি টেকনিশিয়ান। তাদের তিনজনকে সিবিআই গ্রেফতার করেছে। সিবিআই জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ও ২০১ ধারায় তাদের গ্রেফতার করা হয়েছে। এদিকে ট্রেন দুর্ঘটনার এই তিন রেল আধিকারিকের গ্রেফতারির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে রেলের অন্দরে।

প্রসঙ্গত গত ২ জুন। বাহানগা বাজার স্টেশন পেরিয়ে মেন লাইনের পরিবর্তে লুপ লাইনে ঢুকে গিয়েছিল আপ করমণ্ডল এক্সপ্রেস (গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটারের বেশি ছিল)। যে লুপ লাইনে আগে থেকেই দাঁড়িয়েছিল একটি মালগাড়ি। ওই মালগাড়িতে ধাক্কা মেরে লাইনচ্যুত হয়ে যায় করমণ্ডলের একাধিক কোচ। ছিটকে পড়ে অন্য লাইনে। সেইসময় উলটো দিকের লাইন দিয়ে আসছিল ডাউন SMVT বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। করমণ্ডলের কোচে ধাক্কা মেরে হাওড়াগামী ট্রেনের কয়েকটি কোচও লাইনচ্যুত হয়ে যায়। সেই ঘটনায় সার্বিকভাবে প্রায় ২৮৮ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছেন ১,০০০ জনের বেশি।

বিস্তারিত আসছে….