Gujarat HC to Rahul Gandhi: ‘ভিত্তিহীন… এটা নিয়ম নয়, ব্যতিক্রম’, রাহুলের আবেদন খারিজ করে কী বলল গুজরাট হাই কোর্ট

আজ গুজরাট হাই কোর্টে জোর ধাক্কা খেয়েছেন রাহুল গান্ধী। ‘সব মোদী চোর’ মন্তব্যের জেরে আদালতে দোষী সাব্যস্ত হয়েছিলেন রাহুল। সেই মামলায় সাজা মুকুব ও অভিযোগ খারিজের আবেদন জানিয়েছিলেন রাহুল। তবে তাঁর সেই আবেদন খারিজ করে দেয় গুজরাট হাই কোর্ট। এই আবহে আজকে আদালতের তরফে বলা হয়, ‘এই মামলা ছাড়াও তো রাহুল গান্ধীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বীর সাভরকরের নাতিও তো একটা মামলা করেছেন রাহুলের বিরুদ্ধে। যাই হোক এই মামলায় রাহুল গান্ধীকে সাজা দেওয়া হলে তা অবিচার হবে না।’ আদালত জানায়, রাহুলের বিরুদ্ধে আটটি ফৌজদারি মামলা রয়েছে। এদিকে রাহুলকে আজ আদালত বলে, ‘কোনও রায়ে স্থগিতাদেশ দেওয়া মানে তা ব্যতিক্রম, তা নিয়ম নয়।’ পাশাপাশি আদালতের তরফে বলা হয়, রাহুলের করা আবেদন ‘কোনও ভিত্তি নেই’।

এদিকে এই সুপ্রিম রায়ে রাহুলের সাংসদ পদ ফিরে পাওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এছাড়া ২০২৪ সালের নির্বাচনেও রাহুলের প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। আজ আদাল জানায়, রাহুল গানীধির সাজা মকুব করার কোনও যুক্তিযুক্ত কারণ নেই। নিম্ন আদালতের রায় ন্যায্য, যথার্থ এবং আইনানুগ।

উল্লেখ্য, ২০১৯ সালে কর্ণাটকের কোলারে এক রাজনৈতিক সভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী মোদী পদবি ঘিরে একটি মন্তব্য করেন। সেই মন্তব্যের প্রেক্ষিতে সুরাট কোর্টে পূর্ণেশ মোদী মামলা দায়ের করেন। সেই মামলায় কয়েক মাস আগে রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করা হয়। সুরাট কোর্টে দোষী সাব্যস্ত হওয়া রাহুল গান্ধীকে ২ বছরের কারাবাস ও ১৫ হাজার টাকার জরিমানা করা হয়। সেই মামলার প্রেক্ষিতে রাহুলের সাংসদপদ খারিজ হয়। এরপর গত ৩ এপ্রিল সুরাটের দায়রা আদালতে মামলা করেন রাহুল। পরে সেই আদালতে তাঁর আবেদন খারিজ হয়ে যায়। এরপর উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাহুল। তবে সেখানেও ধাক্কা খেতে হল তাঁকে।

লোকসভা নির্বাচনের প্রচারের সময় প্রধানমন্ত্রীকে আক্রমণ শানিয়ে রাহুল গান্ধী সেদিন নিজের বিতর্কিত ভাষণে বলেছিলেন, ‘সব মোদীরা কেন চোর হয়?’ তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে, নীরব মোদী, ললিত মোদীকে বোঝাতে এই মন্তব্য করেছিলেন। তবে এতে ‘মোদী’ পদবির সকলের অপমান হয়েছে বলে অবিযোগ ওঠে। এই মর্মে সুরাটের এক আদালতে রাহুল গান্ধীর নামে মামলা করেছিলেন মোদী পদবির এক বিজেপি বিধায়ক। সেই মামলার জেরেই এখন আদালতে ঘুরে বেড়াচ্ছেন রাহুল।