Noida Dog Policy: কুকুর নিয়ে লিফটে উঠেছিলেন মহিলা, তারপর তুমুল ঝগড়া, দেখুন সেই Video

নয়ডার একটি অ্য়াপার্টমেন্টের লিফটে কুকুর নিয়ে উঠেছিলেন এক তরুণী। এদিকে সেই ঘটনায় একেবারে তুলকালাম কাণ্ড। আর সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আসলে ওই আবাসনের কয়েকজন আবাসিক দাবি করেন কুকুরের মুখে মাস্ক পরাতে হবে। না হলে এটি কামড়ে দিতে পারে। তারপর লিফটে চড়াতে হবে। তবে ওই মহিলা অবশ্য কোনওভাবে এটা করতে চাননি। এনিয়ে তুমুল ঝগড়া বেধে যায়।

সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে একজন মহিলা লিফটে কুকুর তুলেছেন। এদিকে অন্যান্য আবাসিকরা তাঁকে বার বার বলছেন আপনি এভাবে লিফটে কুকুর নিয়ে যাবেন না। এটা কাউকে কামড়ে দিতে পারে। কুকুরের মুখে মাস্ক পরিয়ে দিন। তারপর আপনি কুকুরকে নিয়ে লিফটে চড়াবেন। আবাসিকরা বলতে থাকেন, নিউজে দেখেন না, কীভাবে লিফটে কুকুর কামড়ে দেয়। আপনাকে শুধু বলা হচ্ছে আপনি কুকুরের মুখে মাস্কটা পরিয়ে দিন। এরপর আপনি কুকুর নিয়ে লিফটে উঠুন। আপনাকে কেউ বারণ করবে না।

 

কিন্তু ওই মহিলা কোনওভাবেই কুকুরটির মুখে মাস্ক পরাতে চাননি। এদিকে এই কথাবার্তার জেরে বেশ কিছুক্ষণ লিফটটি আটকে ছিল। আর সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

নবভারত টাইমসের রিপোর্ট অনুসারে এটা আসলে নয়ডার সেক্টর ১৩৭ এর ঘটনা। লিফটে কুকুর তোলাকে কেন্দ্র করে তুমুল গণ্ডগোল বেধে গিয়েছিল। এরপর স্থানীয়রা নয়ডা কর্তৃপক্ষকে খবর দেয়। এদিকে ভিডিয়োতে দেখা যায় কুকুরের গলার কাছে মাস্কটা ঝুলছে। কিন্তু ওই মহিলা মাস্কটি পরাতে চাননি। তিনি আবাসিকদের সঙ্গে খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ। তবে অন্যান্যরা এই ঘটনার প্রতিবাদ করেছেন। তারা অবিলম্বে এনিয়ে প্রতিকার চেয়ে আবেদন করেছেন নয়ডা অথরিটির কাছে।

নয়ডার ডগ পলিসিতে ঠিক কী বলা রয়েছে?

গত ১ মার্চ থেকে নয়ডা অথরিটির পক্ষ থেকে ডগ পলিসি লাগু করা হয়। পোষা কুকুর বা বেড়াল থাকলে তা নয়ডা কর্তৃপক্ষের কাছে নথিভুক্ত করাতে হয়। কাউকে কামড়ে দিলে ১০,০০০ টাকা জরিমানা। যাকে কামড়ে দিয়েছে তার চিকিৎসার খরচও বহন করতে হয় ওই ব্যক্তিকে। বাড়ির পোষা কুকুরকে মাস্ক ছাড়াই বাইরে ছেড়ে দিলেও জরিমানা দিতে হয়। সেক্ষেত্রে লিফটে যখন ওই মহিলা কুকুর নিয়ে গিয়েছিলেন তখন সেটিকে মাস্ক পরানোটাই উচিত ছিল বলে মনে করছেন অনেকে। কিন্তু তিনি নিয়ম মানেননি বলে অভিযোগ।