Tamim Iqbal Retirement: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপেই কি সিদ্ধান্ত বদল? ২৪ ঘণ্টার মধ্যেই অবসর ভেঙে ফের ২২ গজে তামিম

<p style="text-align: justify;"><strong>ঢাকা:</strong> ২৪ ঘণ্টা আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে আচমকা বিদায় জানিয়েছেন। বিশ্বকাপের আগে তামিম ইকবালের এভাবে অবসরের সিদ্ধান্ত শোরগোল ফেলে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেটে। তবে আজ ফের অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিলেন বাংলাদেশের এই অভিজ্ঞ বাঁহাতি ওপেনার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন যে তাঁর ফোনও ধরছিলেন না তামিম। অবশেষে আজ সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন, দেখা করেন তামিম ইকবাল। এরপরই সিদ্ধান্ত বদল করেন অবসরের। বিশ্বকাপের আগে তামিমের জাতীয় দলে প্রত্যাবর্তন নিঃসন্দেহে সুখবর বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটপ্রেমীদের জন্য।&nbsp;</p>
<p style="text-align: justify;">সূত্রের খবর, আজ গণভবনের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন তামিম। পরিবারের সঙ্গেই প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়েছিলেন তামিম। সেখানেই বাংলাদেশের ক্রিকেট ও তামিমের আচমকা অবসর নিয়ে কথা বলেন শেখ হাসিনি।&nbsp;</p>