BCCI Allows Two Bouncers Per Over And Changes Impact Player Rule Syed Mushtaq Ali Trophy Know Details

মুম্বই: বিসিসিআইয়ের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়ম মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে (Sayed Mustaq Ali T20 Trophy) আসন্ন মরসুমে কিছু বদল আনা হচ্ছে। মূলত তিনটি বদল হচ্ছে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে। মোট ৩টি বদল করা হচ্ছে নতুন মরসুম থেকে। প্রত্যেক ওভারের জন্য দুটো করে বাউন্সার নির্ধারণ করা হয়েছে। ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়মেও কিছু বদল আনা হচ্ছে। গতবারই প্রথমবার ইম্প্যাক্ট প্লেয়ারের ব্যবহার করা হয়েছিল মুস্তাক আলিতে। কিন্তু গতবার কোনও ইনিংসের ১৪ ওভারের পরই ইম্প্যাক্ট প্লেয়ারকে ব্যবহার করানো হত। কিন্তু এবার থেকে নতুন নিয়মে ইনিংসের যে কোনও সময়ই এই ইম্প্যাক্ট প্লেয়ারকে ব্যবহার করতে পারবে কোনও দল। গত আইপিএলেও এভাবেই এই ইম্প্যাক্ট প্লেয়ারের ব্যবহার করানো হয়েছে। 

এছাড়াও দলগুলো এবার থেকে টসের আগেই দলগুলোকে তাঁদের প্রথম একাদশ ঘোষণা করতে হবে। এছাড়াও চারটি সাবস্টিটিউট প্লেয়ারের নামও ঘোষণা করতে হবে। মুম্বইয়ে গতকাল বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক ছিল। সেখানেই এই নিয়মগুলোয় বদল আনা হয়েছে। উল্লেখ্য, চলতি মরসুমে ১৬ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত চলবে মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফি। ইরানি কাপের পর ও বিজয় হাজারে ট্রফির আগেই এই টুর্নামেন্ট আয়োজিত হবে। 

ভিন দেশের টি-টোয়েন্টি লিগে (T20 Cricket) খেলার জন্য কি অসময়ে অবসর ঘোষণা করে দিচ্ছেন ভারতীয় ক্রিকেটারেরা (Indian Cricketers)? হয়তো এরকমই আশঙ্কা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। বিদেশি টি-টোয়েন্টি লিগে অবসরপ্রাপ্ত খেলোয়াড়দের অংশগ্রহণ নিয়ন্ত্রণ করার জন্য ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছে ভারতীয় বোর্ড। শুক্রবার বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে বলেই বিশ্বস্ত সূত্রের খবর। ক্রিকেটারেরা বিদেশি টি-টোয়েন্টি লিগে খেলার জন্য তাড়াহুড়ো করে অবসর নিয়ে ফেলছেন বলে আলোচনা হয় বৈঠকে। সেটা বন্ধ করতে চাইছে বোর্ড। বোর্ড সচিব জয় শাহ সাংবাদিকদের বলেছেন, ‘আমরা প্লেয়ারদের সময়ের আগে অবসরের প্রবণতা বন্ধ করার জন্য একটি নিয়ম তৈরি করব।’

এখনকার নিয়ম অনুযায়ী, ভারতীয়রা ক্রিকেটারেরা আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল থেকে অবসর ঘোষণা করলে বিদেশে টি-টোয়েন্টি লিগে খেলতে পারেন। ইরফান ও ইউসুফ পাঠান, পার্থিব পটেল, এস শ্রীসন্থ, স্টুয়ার্ট বিনিরা জিম অ্যাফ্রো টি-টেন লিগ খেলবেন। মার্কিন যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেটে অংশ নেওয়ার কথা ছিল অম্বাতি রায়ডুরও। রবিন উত্থাপ্পা এবং ইউসুফ পাঠান বছরের শুরুতে আইএল টি-টোয়েন্টিতে অংশ নিয়েছিলেন। কিন্তু দ্রুত অবসর নেওয়া খেলোয়াড়দের সংখ্যা ক্রমেই বাড়ছে। তাঁরা আইপিএলেও অংশ নেন না। বরং বিদেশী টি-টোয়েন্টি লিগে খেলতে আগ্রহী তাঁরা। যেটা বোর্ড কর্তাদের চিন্তা বাড়াচ্ছে।