Cow Raped in Kanpur: যোগী রাজ্যে গরুকে ধর্ষণ, ভিডিয়ো ভাইরাল হতেই ধৃত অভিযুক্ত

এক হতবাক কাণ্ড উত্তরপ্রদেশের কানপুরে। ক্যামেরাবন্দি হল গরুকে ধর্ষণ করার ঘটনা। অভিযুক্তকে কানপুর পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। অভিযোগ, আগেও একাধিক ঘটনায় পশুর সঙ্গে যৌন সঙ্গম ঘটিয়েছেন এই ব্যক্তি। জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। অভিযুক্তর নাম ব্রিজেশ কুমার মিশ্র, বয়স ৫৭ বছর। পুলিশ জানায়, এর আগে ৩ বার পশুর সঙ্গে অপ্রাকৃতিক যৌনতায় লিপ্ত হয়েছিল এই ব্রিজেশ। এই আবহে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ নং ধারার আওতায় ব্রিজেশের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।

কানপুর পুলিশের যুগ্ম কমিশনার এই ঘটনা প্রসঙ্গে বলেন, ‘ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ নং ধারার (পশুর সঙ্গে অপ্রাকৃতিক যৌনতা) অধীনে গ্রেফতার করা হয়েছে ৫৭ বছর বয়সি ব্রিজেশ কুমার মিশ্রকে। তদন্তে নেমে আমরা এই ঘটনার একাধিক সিসিটিভি ফুটেজ দেখেছি। সেখানে দেখা গিয়েছে, সেই এলাকাতে তিনটি ভিন্ন পশুর সঙ্গে যৌনতায় লিপ্ত ছিল ব্রিজেশ। তদন্তে আমরা জানতে পেরেছি যে অভিযুক্ত ব্রিজেশ মানসিক ভারসাম্যহীন। আরও শারীরিক পরীক্ষা করা হচ্ছে তার।’ এদিকে পুলিশ ব্রিজেশকে জেরা করবে বলেও জানা গিয়েছে। এই ঘটনা সমনে আসতেই হতবাক অনেকে।

জানা গিয়েছে, চলতি সপ্তাহেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তারপরই ব্রিজেশ মিশ্রকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ব্রিজেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে তারই প্রতিবেশী। সেই অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নেমে ব্রিজেশের কুকীর্তির বিষয়ে জানতে পারেন পুলিশকর্মীরা। এদিকে ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে। রাস্তার পাশে দু’টি বাড়ির মাঝে একটি ফাঁকা জায়গায় একটি গরু বসেছিল। পিছন থেকে এসে হাঁটু গেড়ে বসে পড়ে ব্রিজেশ। তারপর সে অপ্রাকৃতিক যৌনতায় লিপ্ত হয় সেই গরুর সঙ্গে। এরপর গরুটি উঠে পড়ে। তখন নিজের প্যান্ট ঠিক করতে করতে উঠে পড়ে ব্রিজেশও। এরপর গরুটি ঘুরে দাঁড়ালে সেখান থেকে চলে যায় ব্রিজেশ। ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, গরুটিও এরপর সেই মাঠ থেকে চলে যায়। এদিকে পুলিশ জানিয়েছে, সেই এলাকার আরও একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে এই ঘটনার তদন্তে। সেখান থেকেই জানা গিয়েছে, শুধু এই গরুটি নয়, ব্রিজেশের লালসার স্বীকার হয়েছে এলাকার আরও বেশ কয়েকটি পশু। এদিকে মানসিক ভারসাম্যহীন হওয়ায় শেষ পর্যন্ত ব্রিজেশকে আদালতের তরফে কি শাস্তি দেওয়া হয়, সেদিকে নজর থাকবে পশুপ্রেমীদের। এদিকে গরুকে ধর্ষণের ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই এর তীব্র নিন্দা জানানো হয় বিভিন্ন মহলে। ব্রিজেশের কঠোর শাস্তির দাবিও ওঠে। তবে আইনি পথে মানসিক ভারসাম্যহীন ব্রিজেশের কী পরিণতি হয়, তা এখনও স্পষ্ট নয়।