Discount Scheme in AC Chair Car: ট্রেনে এসির ভাড়ায় বিরাট ছাড়, সস্তা হল ভিস্টাডোম, রেলযাত্রীদের জন্য সুখবর

বিরাট সুখবর রেলযাত্রীদের জন্য়। রেলমন্ত্রকের তরফে ঘোষণা করা হয়েছে,সমস্ত ট্রেনে যেখানে এসি চেয়ার কার আর এক্সিকিউটিভ শ্রেণিতে যেখানে এসিতে বসার ব্যবস্থা রয়েছে সেখানে এবার থেকে বড় ছাড় মিলবে। সবথেকে বড় কথা তার মধ্য়ে অনুভূতি ও ভিস্টাডোম কোচগুলিও রয়েছে।

পিআইবির প্রেস রিলিজ অনুসারে খবর, প্রাথমিক ভাড়ার উপর অন্তত ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে। অন্যান্য চার্জ যেগুলি রয়েছে সেখানে থেকেও কিছু কিছু করে ছাড় মিলবে। প্রেস রিলিজে জানানো হয়েছে, এই ডিসকাউন্ট অবিলম্বে লাগু করা হচ্ছে। তবে যাদের ইতিমধ্য়েই টিকিট কাটা হয়ে গিয়েছে তাদের টাকা রিফান্ডের কোনও ব্যাপার নেই।

অন্যদিকে কিছু ট্রেন রয়েছে যেখানে ভাড়া ওঠানামা করে একটি বিশেষ শ্রেণিতে ও যেখানে ট্রেনে সব সিট বুকিং হয় না সেভাবে, সেখানে এই ফ্লেক্সি ফেয়ার স্কিমকে তুলে নেওয়া হতে পারে। মূলত যাতে ট্রেনের ওই কামরাগুলিতে যাত্রীর সংখ্য়া বৃদ্ধি পায় তার জন্যই এই বিশেষ ব্যবস্থা।

তবে এক্ষেত্রে জেনে রাখা ভালো হলিডে স্পেশাল ট্রেন বা ফেস্টিভাল স্পেশাল ট্রেন এই ডিসকাউন্ট অফার মিলবে না। রেলের তরফে জানানো হয়েছে, এই ডিসকাউন্টের বিষয়টি হয় চিরকালীন, বা মাসিক ভিত্তিতে, বা মরসুম ভিত্তিতে বা সপ্তাহান্তে ছুটির দিনগুলিতে মূলত চাহিদার উপর নির্ভর করে এটা হতে পারে।

তবে ট্রেনে কেমন টিকিট বিক্রি হচ্ছে, কত সিট বুকিং হল তার উপর নির্ভর করে এই ডিসকাউন্ট অফারের কিছু বদল হতে পারে। তবে যারা ইতিমধ্যেই টিকিট কেটে ফেলেছেন তাদের জন্য ভাড়ায় কোনও ছাড় মিলবে না।

তবে রেলের পাসের ক্ষেত্রে, বিধায়ক, প্রাক্তন বিধায়ক, সাংসদ, প্রাক্তন সাংসদ, স্বাধীনতা সংগ্রামীদের জন্য আসল যে শ্রেণির ভাড়া সেই অনুসারেই হবে। সেখানে ডিসকাউন্ট রেট মিলবে না। ট্রেনে ভ্রমণ করার সময় কেউ যদি টিটির কাছ থেকে টিকিট বদল করতে চান তবে তিনিও এই ডিসকাউন্টের সুবিধা পাবেন। তবে আপাতত ১ বছরের জন্য় লাগু করা হচ্ছে।

তবে ভিস্টাডোম কোচেও এই ছাড় লাগু হবে। এক্ষেত্রে পর্যটকদের একাংশ অত্যন্ত খুশি। কারণ উত্তরবঙ্গের একাধিক ট্রেনে ভিস্টাডোম কোচ রয়েছে। সেখানে তবে এবার থেকে অনেকটাই সস্তা হবে যাত্রা। স্বস্তি পাবেন পর্যটকরা। পাশাপাশি এতদিন বেশি ভাড়ার জন্য যারা যেতে চাইতেন না তারাও এবার যেতে পারবেন এই কোচে।