Edwin Van Der Sar Admitted To ICU After Suffering Brain Haemorrhage During Holiday

নয়াদিল্লি: বিশ্বের সর্বকালের সেরা গোলকিপারদের মধ্যে ইডউইন ভ্যান ডার সারের (Edwin Van der Sar) নাম আসবেই। নেদারল্যান্ডস ফুটবল ক্লাবের হয়ে দীর্ঘদিন গোল আগলেছেন তিনি। ক্লাব কেরিয়ারে আয়াক্স (Ajax), ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, জুভেন্তাসের মতো বড় বড় ক্লাবে চুটিয়ে খেলেছেন। সেই ভ্য়ান ডার সারকেই গুরুতর অসুস্থতার কারণে আইসিইউতে ভর্তি করতে হল।

শুক্রবার (৭ জুলাই) তাঁর প্রাক্তন ক্লাব আয়াক্সের তরফেই ভ্যান ডার সারের হাসপাতালে ভর্তি হওয়ার খবরটি জানানো হয়। ক্রোয়েশিয়ান উপত্যকায় ছুটি কাটানোর সময়ই অসুস্থ হয়ে পড়েন তিনি। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। ভ্যান ডার সারের অসুস্থতার খবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় আয়াক্সের তরফে লেখা হয়, ‘এডউইন ভ্যান ডার সারের মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে। ওঁ বর্তমানে হাসপাতালের আইসিইউতে রয়েছে। ওঁর অবস্থা অবশ্য স্থিতিশীল। এই বিষয়ে আরও বেশি কিছু জানা গেলে, আপডেট দেওয়া হবে। আয়াক্সের সবার তরফে এডউইনের দ্রুত সুস্থতা কামনা করা হচ্ছে। আয়াক্সের তরফে দ্রুত তোমার দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে।’

প্রসঙ্গত, মে মাসেই ভ্যান ডার সারের জানান প্রায় এক দশক ধরে আয়াক্সের সিইও হওয়ার কঠিন কাজটা এবার তিনি ছাড়তে চলেছেন। এ মরশুমে আয়াক্স লিগে তিন নম্বরে শেষ করে। বিগত ১৪ বছরে এটাই আয়াক্সের ঘরোয়া লিগে সবথেকে খারাপ পারফরম্যান্স। তিনি প্রশাসকের দায়িত্ব সামলানোর আগে খেলোয়াড় হিসাবেও এই আয়াক্সেই ১৯৯০ থেকে ১৯৯৯ সাল, অর্থাৎ এক দশক খেলেছেন। ১৯৯৫ সালে নেদারল্যান্ডসের এই ক্লাবের হয়েই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতেন তিনি।

অবশ্য ২০০৮ সালে ফের একবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সিতেও ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতা জেতার কৃতিত্ব অর্জন করেন ডাচ গোলরক্ষক। অবসরের পর ২০১২ সালে তিনি প্রথমে আয়াক্সের মার্কেটিং ডিরেক্টর হিসাবে ক্লাবে ফেরেন। চার বছর পর, ২০১৬ সালে ভ্যান ডার সারকে আয়াক্সের সিইও পদে নিয়োগ করা হয়। নেদারল্যান্ডস জাতীয় দলের হয়েও তিনি ১৩০টি ম্যাচ খেলেছেন, যা যে কোনও ডাচ খেলোয়াড় হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ। ৫২ বছর বয়সি এই কিংবদন্তি গোলকিপারই বর্তমানে জীবন মরণের লড়াই চালাচ্ছেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: দাঁতের স্বাস্থ্য অবহেলা করছেন ? জানেন বাড়াচ্ছেন অ্য়ালঝাইমারের ঝুঁকি?