Fake Threat on Indian Railways: ‘ট্রেনে হামলা হবে’, উর্দু শিখে বন্ধুর সঙ্গে ‘মজা’ করতে গিয়ে মাথায় হাত ব্যক্তির

ওড়িশার বালাসোরে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার ক্ষত এখনও শুকিয়ে যায়নি। গতকালই এই ঘটনায় তিন রেলকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এরই মাঝে আতঙ্ক ছড়ায় ‘ট্রেনের ওপর হামলার’ ভুয়ো খবরে। জানা গিয়েছে, বন্ধুর সঙ্গে ‘মজা’ করতে ট্রেনের ওপর হামলার ভুয়ো একটি বার্তা পাঠিয়েছিলেন গোয়ার এক বাসিন্দা। এদিকে সেই বার্তা পেয়ে আতঙ্কে তা পুলিশকে জানান সেই বন্ধু। পরে তদন্তে নেমে পুলিশ জানতে পারে মেসেজটি ভুয়ো ছিল। তবে বার্তা প্রেরকের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ।

জানা গিয়েছে, রমেশ কুমার ধর্মরাজ যাদব নামক ৩২ বছরের এক ব্যক্তি তাঁর বন্ধু সাগর মোলওয়াডের সঙ্গে ‘মজা’ করতে চেয়েছিলেন। সম্প্রতি রমেশ উর্দু শিখতে শুরু করেছিলেন। এই আবহে একটি নতুন সিম কার্ড কিনে সাগরকে উর্দুতে একটি মেসেজ করেছিলেন রমেশ। সেই বার্তায় লেখা ছিল, ‘আগামিকাল রাত ৯টায় গোটা ট্রেনকে আটকানো হবে। আশা করছি আমাদের অভিযান সফল হবে। অভিযান সফল হলে হামলাকারীরা সবাই মিলে ফোন বন্ধ করে একটি মালবাহী ট্রেনে চেপে বসবে।’

পুলিশ জানিয়েছে, সাগর মুম্বইয়ের আন্ধেরিতে জেপি পেট্রোলিয়াম লিমিটেডে কাজ করে। কয়েক বছর আগে রমেশের সঙ্গে একই সংস্থায় কাজ করত এই সাগর। সেখান থেকেই দু’জনের বন্ধুত্ব। তবে অপরিচিত নম্বর থেকে মেসেজ পেয়ে সাগর ভয় পেয়ে যায়। সে রমেশের নতুন নম্বরটি ব্লক করে দেয় এবং পুলিশকে বিষয়টি জানায়। পুলিশ তৎক্ষণাত রেল কর্তৃপক্ষকে এই হুমকির বিষয়ে অবগত করে। অপরদিকে নম্বর ব্লক হওয়ার পর রমেশ নিজের ভুল বুঝতে পারে এবং সাগরকে ফোন করার চেষ্টা করেন। তবে ততক্ষণে পুলিশের দ্বারস্থ হয়েছেন সাগর। এরপর রমেশের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৫ নম্বর ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

জানা যায়, সাগরের থেকে অভিযোগ পেয়ে অপরাধ দমন শাখার গোয়েন্দারা তদন্ত শুরু করে। সেই মেসেজ ‘ট্রেস’ করে তদন্তকারীরা জানতে পারেন, তা পাঠানো হয়েছে উত্তর গোয়া থেকে। পুলিশ জানিয়েছে, ঘটনায় অভিযুক্ত রমেশকে মুম্বই নিয়ে আসা হচ্ছে। তাঁকে এখানে জেরা করা হবে। তবে প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছে, সাগরের সঙ্গে ‘মজা’ করার লক্ষ্যেই এই হুমকি বার্তা পাঠিয়েছিল রমেশ। তবে এর নেপথ্যে আরও বড় কোনও ষড়যন্ত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান জোন ৭-এর ডিসিপি পুরুষোত্তম করাদ।