India Vs WI: West Indies Announce Selection Surprise For First India Test, Know In Test

বার্বাডোজ: ভারতের (Indian Cricket Team) বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করে দিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (West Indies Cricket Board)। যে দলে রয়েছে চমক। দুজন নবাগতকে রাখা হয়েছে দলে। যাঁদের এখনও টেস্ট অভিষেক হয়নি। সেই সঙ্গে দলে ফেরানো হল প্রায় ২ বছর দলের বাইরে থাকা স্পিনারকে।

নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের বিরুদ্ধে সিরিজ দিয়েই অভিযান শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের। প্রথম টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ডমিনিকায় রোহিত শর্মাদের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন ক্যারিবিয়ানরা।

বাংলাদেশ এ দলের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ এ-র হয়ে ভাল পারফরম্যান্সের পুরস্কার পেলেন বাঁহাতি ব্যাটার কার্ক ম্যাকেঞ্জি। তাঁকে দলে নেওয়া হয়েছে। সঙ্গে অ্যালিক অ্যাথানাজ়ও দলে সুযোগ পেয়েছেন। দুজনই টেস্ট অভিষেকের অপেক্ষায়।

ওয়েস্ট ইন্ডিজের নির্বাচক প্রধান ডেসমন্ড হেনস জানিয়েছেন, তরুণ দুই ব্যাটার ভীষণ প্রতিশ্রুতিমান। দীর্ঘদিন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটকে সমৃদ্ধ করার দক্ষতা রয়েছে। হেনস বলেছেন, ‘ম্যাকেঞ্জি ও অ্যাথানাজ়কে নিয়ে আমরা ভীষণ আশাবাদী। বাংলাদেশ এ-র বিরুদ্ধে দুজনই ভাল খেলেছে। দুজনই রান করেছে ও পরিণতিবোধ দেখিয়েছে। ওদের সুযোগ প্রাপ্য ছিল।’

আরও পড়ুন: শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! কমনওয়েলথ গেমসে সোনাজয়ীর প্যারিস অলিম্পিক্সে নামার স্বপ্ন কার্যত শেষ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন      

https://t.me/abpanandaofficial

তবে দলে সবচেয়ে বড় চমক রাহকিম কর্নওয়ালের প্রত্যাবর্তন। ২০২১ সালের নভেম্বরে যিনি শেষ টেস্ট খেলেছিলেন। তাঁকে প্রথম একাদশে রাখা হলে সেটা হবে রাহকিমের দশম টেস্ট। প্রথম একাদশের স্পিনার গুডাকেশ মোতি চোট পাওয়ায় সুযোগ পেলেন দীর্ঘদেহী স্পিনার রাহকিম।

প্রথম টেস্টের জন্য নির্বাচিত ওয়েস্ট ইন্ডিজ দল: ক্রেগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জারমেইন ব্ল্যাকউড, অ্যালিক অ্যাথানাজ়, ট্যাগনারাইন চন্দ্রপল, রাহকিম কর্নওয়াল, জোশুয়া দ্য সিলভা (উইকেটকিপার), শ্যানন গ্যাব্রিয়েল, জেসন হোল্ডার, আলজারি জোসেফ, কার্ক ম্যাকেঞ্জি, রেমন রিফার, কেমার রোচ ও জোমেল ওয়ারিকান।