Harmanpreet Kaur fifty helps India thrash Bangladesh by 7 wickets

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতা এখন ইতিহাস। ফের একবার টি-টোয়েন্টি ফরম্যাটে নেমেই দাপট দেখাল ভারতীয় মহিলা দল (India Women)। রবিবার অর্থাৎ ৯ জুলাই, মীরপুরের (Mirpur) শের-ই-বাংলা স্টেডিয়ামে (Shere Bangla National Stadium) বাংলাদেশকে (Bangladesh Women) সাত উইকেটে হারিয়ে দিল ভারতীয় মহিলা দল। সিরিজের প্রথম ম্যাচে প্রমীলাবাহিনীর এই জয়ে বড় ভূমিকা নিলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। ৫৪ রানে অপরাজিত থেকে সিরিজের প্রথম ম্যাচে দলকে জয়ের মুখ দেখালেন। ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেলেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)-দীপ্তি শর্মারা (Deepti Sharma)। প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে নজর কাড়লেন ভারতের অনুষা বারেড্ডি (Bareddy Anusha) ও মিন্নু মান্নি (Minni Mani)।

এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন হরমন। সেই সিদ্ধান্ত যে একেবারে সঠিক ছিল, সেটা প্রমাণ করে দেন ভারতের মেয়েরা। পেসার ও স্পিনারদের দাপটে নির্ধারিত ২০ ওভারের শেষে ৫ উইকেটে মাত্র ১১৪ রান তোলে বাংলাদেশ। নজর কাড়েন ভারতের দুই ডেবিউট্যান্ট বোলার অনুষা বারেড্ডি ও মিন্নু মান্নি। একটি উইকেট তুলে নেন মিন্নু। আঁটসাট বোলিং করেন অনুষা। 

আরও পড়ুন: Alex Carey And Alastair Cook, The Ashes 2023: চুল নিয়ে চুলোচুলি! অ্যালেক্স ক্যারির কাছে ক্ষমা চাইতে বাধ্য হলেন অ্যালিস্টার কুক

আরও পড়ুন: ICC ODI World Cup 2023, IND vs PAK: ফের নাটক পাকিস্তানের! বাবরদের বিশ্বকাপ খেলা নিয়ে ভারতকে হুঁশিয়ারি পাক ক্রীড়ামন্ত্রীর

মাত্র ১১৪ রানের লক্ষ্য চেজ করতে নেমে প্রথম ওভারেই শেফালি ভার্মা আউট হয়ে যান। ভারতের রান যখন ২১, তখন জেমাইমা রড্রিগেজ। তবে ২১ রানে ২ উইকেট চলে গেলেও, ভারতীয় দল চাপে পড়েনি। বরং স্মৃতি মান্ধানাকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে ৭০ রান যোগ করেন হরমন। দুই অভিজ্ঞ ব্যাটারের এই জুটির জন্যই ভারতের জয় নিশ্চিত হয়ে যায়। 
স্মৃতি ৩৪ বলে ৩৮ রান করেন। মেরেছিলেন ৫টি চার। এদিকে হরমনের মারকুটে ইনিংসে ৬টি চার ও ২টি ছক্কা দিয়ে সাজানো ছিল। তিনি ৩৫ বলে ৫৪ রানে অপরাজিত ছিলেন। ফলে ১৬.২ ওভারে ৩ উইকেটে ১১৮ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারতীয় দল। 

বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর সমসংখ্যক একদিনের সিরিজও খেলবে ভারতের মহিলা দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে গেলেন হরমনপ্রীতরা। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ ১১ জুলাই আয়োজিত হবে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)