Harmanpreet Kaur Looking To Keep Things Simple As Indian Women Take On Bangladesh Women, When And Where To Watch

নয়াদিল্লি: ডব্লিউপিএলের পর অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur), স্মৃতি মান্ধানারা (Smriti Mandhana)। তিন ম্যাচের ওয়ান ডে এবং সমসংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ মহিলা দলের মুখোমুখি হবে ভারতীয় দল (INDW vs BANW)। সেই সিরিজের প্রথম ম্যাচটি আজই আয়োজিত হবে।

নিগার সুলতানার নেতৃত্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে তাঁদেরই ঘরের মাঠে বেশ কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে ভারতীয় দলকে, দাবি ভারতীয় অধিনায়ক হরমনপ্রীতের। তবে ভারতীয় দল সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বলেই মনে করছেন হরমনপ্রীত। ম্যাচের আগে ভারতীয় অধিনায়ক বলেন, ‘বাংলাদেশ খুবই ভাল দল। ঘরের মাঠে ওরা বরাবরই ভাল ক্রিকেট খেলে। তবে আমরাও চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত। আমাদের কাছে প্রস্তুতির জন্য দুই, তিন সময় ছিল এবং আমার মতে আমরা সব বিভাগেই ভালভাবে প্রস্তুতি সারতে পেরেছি।’

এই সিরিজের জন্য ভারতীয় নির্বাচকরা এক তরুণ দল বাছাই  করেছেন। শিখা পাণ্ডে, রেণুকা সিংহ, রিচা ঘোষের মতো তারকারা কেউই এই সিরিজে সুযোগ পাননি। তবে হরমনপ্রীত নিজের দলের বিষয়ে খুবই আশাবাদী। আসন্ন সিরিজে ভাল ক্রিকেট খেলাটাই যে তাঁদের লক্ষ্য, সেই কথাও স্পষ্ট করে দেন ভারতীয় অধিনায়ক। তিনি বলেন, ‘ওরা খুবই ভাল দল এবং ঘরের পরিবেশে সবসময়ই ভাল ক্রিকেট খেলে। ওরা ভাল ক্রিকেট খেললে, যে কোনও দলকেই চ্যালেঞ্জ জানাতে পারে। আমরা জিনিসপত্র অহেতুক কঠিন করতে চাই না। যে সব পরিকল্পনার মাধ্যমে আমরা সাফল্য পেয়ে থাকি, সেইসব পরিকল্পনাই অনুসরণ করব। আমরা কেবল ভাল ক্রিকেট খেলতেই আগ্রহী এবং সেটাই লক্ষ্য।’

আজ থেকে শুরু হওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি ১১ জুলাই ও তৃতীয় ম্য়াচটি ১৩ জুলাই খেলা হবে। এরপর ১৬ জুলাই থেকে ওয়ান ডে সিরিজ শুরু হবে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ১৯ ও ২২ জুলাই খেলা হবে।

কাদের ম্যাচ

ভারতের মহিলা ক্রিকেট দল বনাম বাংলাদেশের মহিলা ক্রিকেট দল

কোথায় ম্যাচ

শের-ই-বাংলা, ঢাকা

কখন খেলা

ম্য়াচ শুরু দুপুর ১.৩০, টস তার আধ ঘণ্টা আগে বেলা ১টায়

কোথায় দেখবেন

দুর্ভাগ্যবশত ভারতে টেলিভিশনে এই ম্যাচ দেখা যাবে না।

অনলাইন স্ট্রিমিং

স্মার্টফোনে ফ্যানকোড অ্যাপে দেখা যাবে ম্যাচের সরাসরি স্ট্রিমিং

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: মানি প্ল্যান্ট থাকলেও আর্থিক সমৃদ্ধি আসবে না বাড়িতে, যদি করেন এই ভুলগুলি !