Monsoon weather update: এমন বাদল দিন ৭০ বছরে দেখেনি চণ্ডীগড়, বর্ষণে দিল্লি ভাঙল রেকর্ড! জলমগ্ন উত্তরের বহু এলাকা

শনিবার সকাল ৮.৩০ মিনিট থেকে রবিবার সকাল ৮.৩০ মিনিটের মধ্যে চণ্ডীগড়ে ৩২৫.৫ এমএম। এই তথ্য দিয়েছে আইএমডি। ইন্ডিয়ান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট এও জানিয়েছে যে, এই পরিমাণ বৃষ্টিতে ভেজা দিন গত ৭০ বছরে দেখেনি চণ্ডীগড়, আর সেই কারণেই এই দিনটিকে ৭০ বছরে সবচেয়ে বেশি বৃষ্টিভেজা দিন হিসাবে ঘোষণা করা হয়েছে চণ্ডীগড়ের নিরিখে। এদিকে, শুধু চণ্ডীগড়ই নয়, উত্তর ভারতের পর পর শহরে তুমুল বর্ষণের তাণ্ডব চলছে। দেখে নেওয়া যাক কোন শহরের কী পরিস্থিতি।

 চণ্ডীগড়

জুলাই মাসে গত ২৪ ঘণ্টায় চণ্ডীগড়ে যা বর্ষণ হয়েছে তা বহু রেকর্ড ভেঙে দিয়েছে। শেষবার সেখানে সবচেয়ে বেশি বৃষ্টিভেজা দিন ছিল ১০৫৩ সালে। শনিবার সন্ধ্যে ৬ টা থেকে বৃষ্টি শুরু হয়েছে চণ্ডীগড়ে। এদিকে, রবিবারও সেখানে ভারী থেকে ভারীতর বর্ষণের সম্ভাবনা রয়েছে। জারি রয়েছে কমলা সতর্কতা। শেষবার চণ্ডীগড়ে ২৬২ মিলিমিটার বর্ষণ হয়েছিল ২০০০ সালের ১৮ জুলাই। জানা যাচ্ছে চণ্ডীগড় ও পাকিস্তানের ওপর একটি নিম্নচাপ তৈরি হওয়ায় এমন বর্ষণ হচ্ছে।

দিল্লি

রবিবাসরীয় মেজাজে রাজধানী দিল্লি উপভোগ করছে বর্ষণ। গত ৪১ বছরের বৃষ্টির রেকর্ড ভেঙে ফেলেছে দিল্লি। রবিবার সকাল ৮.৩০ মিনিট পর্যন্ত সময়ে শেষ ২৪ ঘণ্টায় দিল্লিতে বৃষ্টি হয়েছে ১৫৩ মি.মি। শেষবার সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছিল ১৯৮২ সালের ২৫ জুলাই। দিল্লিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এখনও রয়েছে।

( Tulsi Roots Vastu Tips: তুলসী শিকড় বাড়িতে এভাবে রাখলে কাটে বহু সংকট! জানুন বাস্তু টিপস)

হিমাচল প্রদেশ

হিমাচলে ফুঁসে উঠেছে বিয়াস নদী। তীব্র বর্ষণে মৃত্যুর ঘটনা ঘটেছে চাম্বা, কুল্লু, সিমলায়। অঝোর বর্ষণে প্রায় ক্লান্ত মানালি। হিমাচল প্রদেশের ৭ জেলা. জারি হয়েছে লাল সতর্কতা। শনিবার সোনালের কসৌলিতে নেমেছে ধস। সিমলা, লাহুল, স্পিতি, চাম্বা,সোলানের রাস্তায় বহু জায়গায় রাস্তা পড়েছে অবরোধের মুখে।

জম্মু ও কাশ্মীর

জম্মু ও কাশ্মীরে ফুঁসে উঠছে নীরু নদী।ভূস্বর্গে বহু নদী বর্ষার জলে ফুলে ফেঁপে ওঠায় সেখানে বন্যার সতর্কতা জারি করা হয়েছে। শনিবারও কাশ্মীর ও তার সংলগ্ন এলাকায় বহু জায়গায় ভারী থেকে অতিভারী বর্ষণ দেখা গিয়েছে। কিছু সময়ের জন্য স্থগিত রয়েছে অমরনাথ যাত্রা।

হরিয়ানা

হরিয়ানার কারনাল, কুরুক্ষেত্র, সিরসায় বৃষ্টির অবিরাম ধারা অব্যাহত। বর্ষণের জেরে এক ধাক্কায় নেমেছে তাপমাত্রার পারদ। রোহতক,  আম্বালাতেও অধোর বর্ষণ দেখা গিয়েছে।