Reliance retail share capital reduction: ‘৬০% টাকা উবে গেল’, আম্বানির রিলায়েন্স রিটেলের ‘ঝটকায়’ চটে লাল লগ্নিকারীরা

রিলায়েন্স রিটেলের এক সিদ্ধান্তে চটে গেলেন বিনিয়োগকারীরা। মুকেশ আম্বানির সংস্থা ‘শেয়ার ক্যাপিটাল’ (কোনও ব্যবসায় যে পরিমাণ অর্থ ঢেলেছেন কোনও সংস্থার মালিকরা) কমানোর যে সিদ্ধান্ত নিয়েছে, তার জেরে রাতারাতি বড় লোকসানের মুখে পড়তে হয়েছে বলে দাবি করেছেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় তাঁরা রীতিমতো ক্ষোভপ্রকাশ করেছেন। কেউ কেউ দাবি করেছেন, কর্পূরের মতো রাতারাতি ৬০ শতাংশ টাকা উবে গিয়েছে। আবার আম্বানির সংস্থার ক্ষেত্রে এরকম পরিস্থতি তৈরি হওয়ায় অনেকে কিছুটা হতবাকও হয়ে গিয়েছেন। তারইমধ্যে কয়েকজন পরামর্শ দিয়েছেন, ঠিক এই কারণেই তালিকাভুক্ত না হওয়া শেয়ারে (আনলিস্টেড শেয়ার) বিনিয়োগ করা বেশ ঝুঁকিপূর্ণ।

আরও পড়ুন: PPF Investment Tips: বছরে PPF অ্যাকাউন্টে এই পরিমাণ টাকা দিন, তাহলেই ১৭ বছর পর ১ কোটি পাবেন দম্পতিরা!

শুক্রবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের তরফে জানানো হয়, ‘শেয়ার ক্যাপিটাল’ কমিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ সেই প্রক্রিয়ার মাধ্যমে বিনিয়োগকারী বা প্রত্যেক শেয়ারহোল্ডারের অনুমোদন না নিয়েই মূলধনের পরিমাণ কমিয়ে দিতে পারে কোনও সংস্থা। সেই পরিস্থিতিতে দুটি স্বশাসিত নথিভুক্ত সংস্থার পরামর্শের ভিত্তিতে প্রতিটি শেয়ারের দাম ১,৩৬২ টাকা নির্ধারণ করা হয়েছে বলে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের তরফে জানানো হয়েছে। যে সিদ্ধান্তে গত মঙ্গলবার অনুমোদন দিয়েছিল রিলায়েন্স রিটেলের বোর্ড (রিলায়েন্স রিটেলের ৯৯.৯১ শতাংশ শেয়ার আছে রিলায়েন্স রিটেল ভেঞ্চার্সস লিমিটেডের হাতে)। রিলায়েন্সের দাবি, সেই সিদ্ধান্তের ফলে আখেরে রিলায়েন্স রিটেলের লাভ হবে এবং ব্যবসা আরও চাঙ্গা হবে।

আরও পড়ুন: Rekha Jhunjhunwala’s wealth: TATA-র এই শেয়ারে লক্ষ্মীলাভ রেখা ঝুনঝুনওয়ালার, কয়েক মিনিটে আয় ৫০০ কোটি টাকা!

এক নেটিজেন লেখেন, ‘প্রোমোটাররা ছাড়া বাকি সব শেয়ার বাতিল করে দিয়েছে রিলায়েন্স রিটেল এবং শেয়ারহোল্ডারদের প্রতিটি শেয়ারের জন্য ১,৩৬২ টাকা দেবে। গতকাল পর্যন্ত আনলিস্টেড ক্যাটেগরিতে ২,৫০০ টাকা থেকে ২,৭০০ টাকার স্তরে ঘোরাফেরা করছিল।’ সেই টুইটের প্রেক্ষিতে অপর এক নেটিজন (যিন নিজেকে বিনিয়োগকারী বলে দাবি করেছেন) লেখেন, ‘রাতভর আমার আনলিস্টেড রিলায়েন্স রিটেলের শেয়ার ৬০ শতাংশ খুইয়ে ফেলেছি। নতুন ভয় চেপে বসেছে। এটা কি আদৌও বাতিল করা সম্ভব? সেই সিদ্ধান্তে আমাদের কোনও মতামত নেওয়া হয় না?’

অপর এক নেটিজেন আবার বলেছেন, ‘আবারও প্রমাণিত হল যে ঠিকভাবে বিশ্লেষণ বা বিচার-বিবেচনা না করে আনলিস্টেড বাজারে বিনিয়োগ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ১,৩৬২ টাকার (প্রতিটি শেয়ারের দাম) বিনিময়ে শেয়ার ফিরিয়ে দিচ্ছে রিলায়েন্স রিটেল। যেখানে আনলিস্টেড শেয়ারের দাম প্রায় দ্বিগুণ। অতীতে যাঁরা নথিভুক্তহীন ক্ষেত্রে পেটিএম, পলিসি বাজারের শেয়ার কিনেছেন, তাঁরাও ফল ভুগেছেন।’ অপর একজন বলেন, ‘রিলায়েন্স রিটেলের নথিভুক্তহীন শেয়ার ৩,২০০ টাকায় ছুটছিল। সেখানে সংস্থা এখন মাত্র ১,৩৫০ টাকায় দিচ্ছে। যাঁরা রিটেল এবং জিয়োর আইপিওয়ের আশায় কিনেছেন, তাঁরা যেন ভুলে যান যে আম্বানির সংস্থার সঙ্গে লেনদেন করছেন।’