Salary survey in India: মাসে গড় বেতন মাত্র ২০,১১০ টাকা, তাও দেশে দ্বিতীয় পশ্চিমবঙ্গ! উঠে এল সমীক্ষায়

ভারতে সর্বাধিক মাসিক গড় বেতনের তালিকায় দ্বিতীয় স্থানে আছে পশ্চিমবঙ্গ। একটি সমীক্ষায় এমনই ছবি উঠে এল। গড় বেতনের সমীক্ষা অনুযায়ী, রাজ্যভিত্তিক গড় বেতনের নিরিখে ভারতে শীর্ষস্থান দখল করেছে উত্তরপ্রদেশ। তারপর আছে যথাক্রমে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র (ভারতের আর্থিক রাজধানী মুম্বই আছে) এবং বিহার। দেশের তথ্যপ্রযুক্তি হাব বেঙ্গালুরু যে রাজ্যে আছে, সেই কর্ণাটক আবার অনেকটা পরে আছে। অষ্টম স্থান দখল করেছে কর্ণাটক। আবার শহরভিত্তিক বার্ষিক গড় বেতনের তালিকার শীর্ষে আছে সোলাপুর। সেই তালিকার প্রথম নয়ের মধ্যে নেই কলকাতা। তারইমধ্যে ওই সমীক্ষায় ভারতে পুরুষ এবং মহিলাদের মধ্যে বেতন বৈষম্য ফুটে উঠেছে। সমীক্ষা অনুযায়ী, ভারতে মহিলাদের বার্ষিক বেতন হল ১৫,১৬,২৯৬ টাকা। যেখানে পুরুষরা বছরে গড়ে ১৯,৫৩,০৫৫ টাকা বেতন পেয়ে থাকেন।

আরও পড়ুন: PPF Investment Tips: বছরে PPF অ্যাকাউন্টে এই পরিমাণ টাকা দিন, তাহলেই ১৭ বছর পর ১ কোটি পাবেন দম্পতিরা!

ভারতে রাজ্যভিত্তিক গড় বেতন

জার্মান অনলাইন প্ল্যাটফর্ম স্ট্যাটিস্তার পরিসংখ্যানের ভিত্তিতে ফোর্বস অ্যাডভাইজারের প্রতিবেদনে ভারতে রাজ্যভিত্তিক গড় বেতনের তালিকা প্রস্তুত করা হয়েছে। কোন রাজ্যে মাসিক গড় বেতন কত, সেই তালিকা দেখে নিন –

১) উত্তরপ্রদেশ: ২০,৭৩০ টাকা। 

২) পশ্চিমবঙ্গ: ২০,২১০ টাকা। 

৩) মহারাষ্ট্র: ২০,১১০ টাকা।

৪) বিহার: ১৯,৯৬০ টাকা। 

৫) রাজস্থান: ১৯,৭৪০ টাকা। 

৬) মধ্যপ্রদেশ: ১৯,৭৪০ টাকা। 

৭) তামিলনাড়ু: ১৯,৬০০ টাকা। 

৮) কর্ণাটক: ১৯,১৫০ টাকা। 

৯) গুজরাট: ১৮,৮৮০ টাকা।

আরও পড়ুন: Mutual fund: PPF, FD-র থেকে অনেক বেশি রিটার্ন দিল এই ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ডগুলি

ভারতের বিভিন্ন শহরে বার্ষিক গড় বেতন

১) সোলাপুর: ২,৮১০,০৯২ টাকা। 

২) মুম্বই: ২,১১৭,৮৭৯ টাকা। 

৩) বেঙ্গালুরু: ২,১০১,৩৮৮ টাকা। 

৪) দিল্লি: ২,০৪৩,৭০৩ টাকা। 

৫) ভুবনেশ্বর: ১,৯৯৪,২৫৯ টাকা। 

৬) যোধপুুর: ১,৯৪৪,৮১৪ টাকা।

৭) পুণে: ১,৮৯৫,৩৭০ টাকা। 

৮) শ্রীনগর: ১,৮৯৫,৩৭০ টাকা। 

৯) হায়দরাবাদ: ১,৮৬২,৪০৭ টাকা।

তবে সেই সমীক্ষা নিয়ে একাধিক প্রশ্ন আছে। তথ্য অনুযায়ী, বিশ্বের ১৩৮টি দেশের হাজার-হাজার মানুষের সঙ্গে কথা বলে সমীক্ষার রিপোর্ট তৈরি করা হয়েছে। ভারতে অবশ্য মাত্র ১১,৫৭০ জনের উত্তরের ভিত্তিতে তৈরি হয়েছে রিপোর্ট। যা ভারতের মতো দেশের ক্ষেত্রে বেশ কম। আবার শহরভিত্তিক বার্ষিক গড় বেতনের তালিকায় যে সোলাপুর শীর্ষস্থান দখল করেছে, সেই শহরের মাত্র দু’জনের সঙ্গে কথা বলা হয়েছে। আবার রাজ্যভিত্তিক সমীক্ষার ফলাফলেও ভ্রূ কুঁচকেছেন অনেকে।