The Ashes: Travis Head Scores Fifty To Keep Australia In The Fight In 3rd Test, England Need 224 More To Win

লিডস: তৃতীয় অ্যাশেজ (The Ashes) টেস্টের বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিনের শেষে একেবারে ৫০-৫০ অবস্থায় দাঁড়িয়ে ম্যাচ। দিনশেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ২৭ রান। ম্যাচ জিতে সিরিজ ২-১ করতে ইংল্যান্ড আরও ২২৪ রান করতে হবে।

দ্বিতীয় দিনের শেষবেলায় মঈন আলির দৌরাত্ম্যে মাত্র ১১৬ রানেই চার উইকেট ফেলেছিল অস্ট্রেলিয়া। সেই অবস্থা থেকে অজিদের ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল প্রথম ইনিংসে শতরানকারী মিচেল মার্শ ও ট্র্যাভিস হেডের (Travis Head) কাঁধে। অজি তারকাজুটি দেখেশুনে দিনের শুরুটা করেছিলেন। তবে ক্রিস ওকস (Chris Woakes) মিচেল মার্শকে সাজঘরে ফেরাতেই অস্ট্রেলিয়ার ব্যাটিং ধস শুরু হয়। ওকস নিরন্তর ভাল লাইন, লেংথে বল করে চাপ তৈরি করেন এবং তার সুফলও পান। ২৮ রানে সাজঘরে ফেরেন মার্শ। 

এরপর গোটা অস্ট্রেলিয়ান লোয়ার মিডল অর্ডারের কেউই তেমন বড় রান করতে পারেননি। অ্যালেক্স ক্যারি মাত্র পাঁচ রানে সাজঘরে ফেরেন। মিচেল স্টার্ক করেন ১৬ রান। অজি অধিনায়ক প্যাট কামিন্স স্কোরবোর্ডে মাত্র এক রান যোগ করেন। স্টার্ক ও কামিন্স, উভয়কেই উড আউট করেন। অপরপ্রান্তে পরপর উইকেট হারাতে দেখে হেড নিজের আগ্রাসী ব্যাটিংয়ে ইংল্যান্ড বোলারদের পাল্টা চাপে ফেলার চেষ্টা করেন। আগ্রাসী ব্যাটিংয়ে ভর করেই নিজের টেস্ট কেরিয়ারের ১৬তম অর্ধশতরান পূরণ করেন। 

টড মার্ফি খানিকটা সময় হেডকে সঙ্গ দেন। নবম উইকেটে মার্ফি ও হেড ৪১ রান যোগ করেন। তবে স্টুয়ার্ট ব্রড ১১ রানের মাথায় মার্ফিকে ফেরান। শেষ ব্যাটার হিসাবে ৭৭ রানে আউট হন হেড। ২২৪ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস। ইংল্যান্ডকে ম্যাচ জেতার জন্য প্রয়োজন ছিল ২৫১ রানের। মেঘলা পরিবেশে দিনের শেষের দিকে অল্প কয়েক ওভার ব্যাটিং করাটা সবসময়ই ওপেনারদের জন্য বেশ চ্যালেঞ্জিং। তবে ইংল্যান্ড ওপেনাররা সফলভাবে সেই চ্যালেঞ্জ উতরে দেন।

দুই ইংলিশ ওপেনার জ্যাক ক্রাউলি ও বেন ডাকেট নির্ভীক ও বেশ আগ্রাসীভাবে ব্যাট করে দিনের শেষটা করেন। ক্রাউলি ১১ ও বেন ডাকেট ১৮ রানে অপরাজিত রয়েছেন। পাঁচ ম্যাচের সিরিজ জয়ের আশা বজায় রাখতে ইংল্যান্ডকে এই ম্যাচ জিততেই হবে। দর্শকরা তাই ম্যাচের চতুর্থ দিন এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করতেই পারেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: মানি প্ল্যান্ট থাকলেও আর্থিক সমৃদ্ধি আসবে না বাড়িতে, যদি করেন এই ভুলগুলি !