Adani and Hidenburg Case: ‘বাজারে নেতিবাচক প্রভাব এড়াতে দ্রুত ব্যবস্থা’, আদানিকাণ্ডে রিপোর্ট পেশ সেবির

আদানি-হিন্ডেনবার্গ কাণ্ডে বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট পেশ করল সেবি। ওই রিপোর্টে জানানো হয়েছে, সুরক্ষা সংক্রান্ত আইন লঙ্ঘন করলে বাজারে যাতে অত্যধিক নেতিবাচক প্রভাব না পড়ে, সেজন্য দ্রুত ব্যবস্থা করতে হবে। সেইসঙ্গে যাবতীয় বিষয় মীমাংসার জন্য একটি শক্তিশালী নীতি প্রণয়নের সুপারিশ করেছে বিশেষজ্ঞ কমিটি। ওই কমিটি জানিয়েছে, যে সংস্থা নিয়ম লঙ্ঘন করেছে, তাদেরই যাতে যাবতীয় আর্থিক বোঝা বইতে হয়, তা ওই নিয়মে নিশ্চিত করতে হবে। যে রিপোর্টের ভিত্তিতে সুপ্রিম কোর্টে যাতে ‘উপযুক্ত নির্দেশ’ দেয়, সেই আর্জি জানিয়েছে বাজার নিয়ন্ত্রক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি)। আগামিকাল (মঙ্গলবার) সেই মামলার শুনানি হবে শীর্ষ আদালতে।

আরও পড়ুন: Adani weath erosion- হিন্ডেনবার্গ রিপোর্টে জেরে একদিনে ১৭০৮৩৯ কোটি টাকার ক্ষতি হয়েছিল গৌতম আদানির

(বিস্তারিত পরে আসছে)