Foxconn: বেদান্তর হাত ছেড়ে দিল তাইওয়ানের কোম্পানি ফক্সকন, ভারতে চিপ তৈরির বিনিয়োগে বড় ধাক্কা

বড় ধাক্কা খেল ভারতের বেদান্ত লিমিটেড। তাইওয়ানের ইলেকট্রনিক্স সামগ্রী তৈরির কোম্পানি ফক্সকন সোমবার জানিয়ে দিয়েছে ভারতে সেমি কন্ডাক্টর তৈরিতে তারা যৌথ অংশীদারিত্বে কাজ করবে না।

সূত্রের খবর, তাইওয়ানের কোম্পানি Foxconn এর সঙ্গে বেদান্তের যৌথ অংশীদারিত্বে শিল্পকারখানা তৈরির কথা ছিল গুজরাটে। কিন্তু সেই উদ্যোগে বড় ধাক্কা খেল। এদিকে এই ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই গোটা বিশ্বের ইলেকট্রনিক্স সামগ্রী তৈরির বাজারে বড় প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত গত বছর ফক্সকন ও বেদান্তের মধ্য়ে একটি চুক্তি হয়েছিল। বলা হয়েছিল সেমিকন্ডাক্টর তৈরিতে ফক্সকন ও বেদান্ত এক সঙ্গে কাজ করবে। সেই মতো গাঁটছড়া বেঁধেছিল তারা। ১৯.৫ বিলিয়ন ডলার বিনিয়োগের আশ্বাস মিলেছিল। ইলেকট্রনিক্সের সামগ্রী তৈরির ক্ষেত্রে বড় কাজ হবে বলে গোটা দেশজুড়ে চর্চা শুরু হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তাতে বড় ধাক্কা খেল।

এদিকে ইলেকট্রনিক্স প্রস্তুতকারকের ওই ইউনিটের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে ফক্সকন তাদের নাম এই যৌথ উদ্যোগ থেকে তুলে নেওয়ার কাজ শুরু করেছে। এখন এটা পুরোপুরি বেদান্ত বলে পরিচিত হবে।

এদিকে দুপক্ষের সঙ্গে যখন চুক্তি হয়েছিল তখন লিঙ্কেডিনে একেবারে উচ্ছাস প্রকাশ করেছিল বেদান্ত। সূত্রের খবর, সেই সময় বেদান্তের চেয়ারম্যান অনিল আগরওয়াল জানিয়েছিলেন, এই প্ল্যান্ট সেমিকন্ডাক্টর তৈরিতে নয়া দিশা আনবে। আরও সাধ্য়ের মধ্য়ে এর দাম হবে। শীঘ্রই আপনারা হাফ দামে এই সব কিনতে পারবেন।

এমনকী তিনি ভারতীয় যুবক যুবতীদের কাছে আবেদন করেছিলেন কেবলমাত্র চিপ টেকার্স না হয়ে চিপ মেকার্স হয়ে উঠুন। নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন অনেকেই। কিন্তু বিরাট ধাক্কা খেল সেই স্বপ্নে। বর্তমানে সেই শিল্প ইউনিটের কী হবে তা নিয়ে নানা চর্চা চলছে।

এদিকে সেই সময় আগরওয়াল জানিয়েছিলেন, আমরা একসঙ্গে অন্তত ১০ বছর কাজ করব বলে ঠিক করেছি। আমরা ভারতের নিজস্ব সিলিকন ভ্যালির দিকে এগিয়ে যাচ্ছি। কিন্তু শেষ পর্যন্ত সেই উদ্যোগে বড় ধাক্কা। এবার একলা চলবে বেদান্ত।