Lakshya Sen Wins Canada Open In Straight Games Defeating All England Champion Li Shi Feng

ক্যালগেরি: কানাডা ওপেনের (Canada Open) ফাইনালে স্ট্রেট গেমে খেতাব জিতলেন লক্ষ্য সেন (Lakshya Sen)। বর্তমান অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন, চিনের লি শি ফেঙকে কানাডা ওপেনের ফাইনালে পরাজিত করেন কমনওয়েলথ গেমসে স্বর্ণপদকজয়ী লক্ষ্য। ম্যাচের স্কোরলাইন ভারতীয় শাটলারের পক্ষে ২১-১৮, ২২-২০। এটি লক্ষ্যর কেরিয়ারের দ্বিতীয় বিডব্লুএফ ওপেন খেতাব। এর আগে গত বছরের জানুয়ারিতে ইন্ডিয়ান ওপেন জিতেছিলেন ভারতীয় শাটলার। 

বিশ্বের চতুর্থ পুরুষ শাটলার কুনলাভূতকে রাউন্ড অফ ৩২-এ হারান লক্ষ্য। এরপর লক্ষ্য জাপানের কেন্তো নিশিমতোকে পরাজিত করেন। বিশ্বের ১১ নম্বর কেন্তোকেই হারিয়েই প্রায় বছর খানেক পর নিজের প্রথম বিডব্লুএফ টুর্নামেন্টের ফাইনালে প্রবেশ করেন। বিশ্বের ১৯ নম্বর শাটলার লক্ষ্য সেমিফাইনালেও স্ট্রেট গেমে জয় পান। সেই ম্যাচের স্কোরলাইন ছিল ২১-১৭, ২১-১৪। এরপর ফাইনালেও তিনি স্ট্রেট হেমে জয় পেলেন।

নিজের খেতাব দয়ের পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ভারতীয় তারকা শাটলার। দীর্ঘদিন পর বিডব্লুএফ খেতাব জিতে নিজের সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য লেখেন, ‘কখনও কখনও কঠিন লড়াইয়ের পরের জয়টা সবথেকে মিষ্টিমধুর হয়। অবশেষে অপেক্ষার অবসান ঘটল এবং কানাডিয়ান ওপেন জিতে আমি উচ্ছ্বসিত। এই অনুভূতি আমি ভাষায় ব্যক্ত করতে পারব না।’ 

 

তবে লক্ষ্য খেতাব জিততে পারলেও, যুগ্ম অলিম্পক্স পদকজয়ী ভারতের তারকা শাটলার পিভি সিন্ধু খেতাব জিততে ব্যর্থ হন। কানাডা ওপেনের সেমিফাইনালেই তিনি টুর্নামেন্ট থেকে বিদায় নেন। বিশ্বের এক নম্বর মহিলা শাটলার একানে ইয়ামাগুচির বিরুদ্ধে ১৪-২১, ১৫-২১ স্কোরলাইনে স্ট্রেট গেমে পরাজিত হন সিন্ধু। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: আর্থিক টানাপোড়েন ? আজই বাড়িতে নিয়ে আসুন এই ছোট্ট জিনিস; দ্রুত হতে পারেন ধনী !