Submarine: তৈরি হবে সাবমেরিন, স্প্যানিশ কোম্পানির সঙ্গে চুক্তি করল লারসেন অ্যান্ড টুব্রো

ভারতে সাবমেরিন তৈরিতে স্প্যানিশ কোম্পানি নাভানতিয়া সঙ্গে চুক্তিবদ্ধ হল ভারতের লারসেন অ্য়ান্ড টুব্রো কোম্পানি। ভারতের পি ৭৫-সাবমেরিন প্রকল্পে ৬টি সাবমেরিন তৈরিতে এই চুক্তি করা হয়েছে। সোমবার দিল্লিতে একটি অনুষ্ঠানে এব্যাপারে চুক্তি হয়েছে। সেখানে একাধিক পদস্থ কর্তা উপস্থিত ছিলেন।

৪.৮ বিলিয়ন টাকা খরচ হতে পারে এই সাবমেরিন তৈরিতে। এই সাবমেরিন তৈরি নিয়ে লারসেন অ্যান্ড টুব্রো ও নাভানতিয়ার মধ্য়ে চুক্তি হয়েছে। চলতি বছরের প্রথম দিকে মাদ্রিদে এনিয়ে মউ সই করা হয়েছিল। এরপরই এনিয়ে চুক্তি হয়েছে দুপক্ষের মধ্য়ে।

একটি বিবৃতিতে জানানো হয়েছে, ৬টি সাবমেরিন তৈরি হবে। একেবারে অত্যাধুনিক ব্যবস্থা সংযুক্ত থাকবে এই সাবমেরিনের সঙ্গে। এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালসান থাকবে এই সাবমেরিনের সঙ্গে। লারসেন অ্যান্ড টুব্রোর ম্যানেজিং ডিরেক্টর এস এন সুহ্মমণিয়ম জানিয়েছেন, প্রতিযোগিতামূলক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সাবমেরিন তৈরি হচ্ছে. বায়ো-ইথানল স্টেলথ টেকনোলজি( BEST) সংযুক্ত থাকবে এই সাবমেরিনের সঙ্গে। পরিবেশ বান্ধব AIP যুক্ত থাকবে এই সাবমেরিনের সঙ্গে। বর্তমানে ভারতীয় নৌসেনা এই বিশেষ প্রযুক্তি ব্যবহার করে।

এস-৮০ শ্রেণিভুক্ত এই সাবমেরিন। ২০২১ সালে এই শ্রেণিভুক্ত সাবমেরিন প্রথম তৈরি হয়েছিল। ২০২৩ সালের শেষ দিকে এই সাবমেরিন প্রথম জলে নামবে।

এদিকে স্প্যানিশ ওই কোম্পানি এর আগেও সাবমেরিন তৈরিতে যুক্ত ছিল। সেগুলি চিলি ও মালয়েশিয়ার কাছে পাঠানো হয়। ভারতে Kalvari Class সাবমেরিন তৈরিতেও যুক্ত ছিল এই স্প্যানিশ কোম্পানি। এর আগে ভারতের সাবমেরিন তৈরিতে যুক্ত ছিল এই স্প্যানিশ কোম্পানি। এবার লারেসন অ্য়ান্ড টুব্রোর সঙ্গে হাত মিলিয়ে তৈরি হবে সাবমেরিন।