Bengaluru Double Murder: অফিসে ঢুকে জোড়া খুন, বেঙ্গালুরুতে কোম্পানির MD-CEOকে এলোপাথাড়ি কোপ

ভয়াবহ হত্যাকাণ্ড বেঙ্গালুরুতে। একটি বেসরকারি টেক কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ও সিইওকে মঙ্গলবার নৃশংসভাবে খুন করা হয়েছে। এই খুনের অভিযোগ উঠেছে এক প্রাক্তন কর্মীর বিরুদ্ধে। বেঙ্গালুরুর উত্তর-পূর্ব অংশে পম্পা এক্সটেনশন এলাকায় ওই জোড়া খুন করা হয়েছে বলে অভিযোগ। 

বিকাল ৩.৪৫-৪টের মধ্য়ে এই ঘটনা। মৃৃতের নাম ফনীন্দ্র সুহ্মমান্য( ৩৬) ও বিনু কুমার (৪০)। অ্য়ারোনিক্স মিডিয়া প্রাইভেট লিমিটেডের পদস্থ কর্তা ছিলেন তারা। 

প্রধান অভিযুক্ত ফেলিক্স জোর করে অফিসে ঢুকে পড়ে। এরপর এমডি ও সিইওর উপর হামলা চালায়। একটি ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। আরও দুজন ছিল বলে মনে করা হচ্ছে। বেঙ্গালুরু নর্থ ইস্ট পুলিশ কমিশনার লক্ষ্মী প্রসাদ এমনটাই জানিয়েছেন। 

দুজনের শরীরে গভীর ক্ষত তৈরি হয়েছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাদের। পুলিশ জানিয়েছেন, সম্ভবত তিনজন অফিসে ঢুকেছিল। তবে বাকি দুজনের পরিচয় জানা যায়নি। প্রথমে ফনীন্দ্র সুহ্মমান্যকে তারা হামলা চালায়। তখন কুমার বাঁচানোর চেষ্টা করলে তার উপর হামলা চলে। এরপর তারা এলাকা থেকে পালায়। 

তবে অভিযুক্তরা পূর্ব পরিচিত ছিল। ২০২২ সালের নভেম্বর মাসে অ্য়ারোনিক্স কোম্পানি তৈরি হয়েছিল। তার আগে তারা অন্য কোম্পানিতে কাজ করত। পুলিশ এনিয়ে তদন্ত শুরু করেছে। কিন্তু কেন এভাবে খুন করা হল? তবে কি তার প্রতি প্রচন্ড আক্রোশ ছিল? এর সঙ্গে পেশাগত কোনও ব্যাপার জড়িত নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে? সবটাই দেখছে পুলিশ। 

মণিপাল হাসপাতালে দেহদুটি ময়নাতদন্তের জন্য় পাঠানো হয়েছে। ফিঙ্গার প্রিন্স এক্সপার্টকে দিয়েও গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ডগ স্কোয়াডকেও আনা হচ্ছে। সব মিলিয়ে এই ঘটনায় কারা জড়িত আছে সেটা দেখা হচ্ছে। 

সেই সময় অফিসে কারা ছিল, কোন পথে আততায়ীরা এসেছিল, তারপর কোথায় গেল তারা সবটাই খতিয়ে দেখা হচ্ছে। এলাকার সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।