DA arrear case: নয়া বেঞ্চে উঠছে DA মামলা, কত নম্বরে আছে? এবার সুখবর পাবেন সরকারি কর্মীরা?

কোন বেঞ্চে বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ বা ডিয়ারনেস অ্যালোওয়েন্স) মামলার শুনানি হবে? তা নিয়ে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা। অবশেষে মঙ্গলবার সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, আগামী শুক্রবার (১৪ জুলাই) বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি মিত্তলের বেঞ্চে সেই মামলা উঠবে। মামলার সিরিয়ান নম্বর হল ৬০। অর্থাৎ ৫৯টি মামলার পর শুক্রবার বিচারপতি রায় এবং বিচারপতি মিত্তলের বেঞ্চে সেই বকেয়া ডিএ মামলা উঠবে (১০ নম্বর আদালতকক্ষে)।

রাজ্য সরকারি কর্মচারীদের আশা, শুক্রবারই পশ্চিমবঙ্গ সরকারের দায়ের করা ‘স্পেশাল লিভ পিটিশন’ (এসএলপি) খারিজ হয়ে যাবে। তাঁদের জয় হবে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় চ্যালেঞ্জ করে যে এসএলপি গত বছরের নভেম্বরে সুপ্রিম কোর্টে দাখিল করেছে পশ্চিমবঙ্গ সরকার। তারপর থেকে একাধিকবার শীর্ষ আদালতে সেই মামলা উঠেছে। কিন্তু মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। বিভিন্ন কারণে মামলার শুনানি পিছিয়ে গিয়েছে। তারপর গ্রীষ্মকালীন অবসরের আগে সুপ্রিম কোর্টে যখন মামলাটি উঠেছিল, তখন ১৪ জুলাই নয়া শুনানির ধার্য করা হয়েছে।

(বিস্তারিত পরে আসছে)