Official secrets: নথি পাচারে গ্রেফতার অর্থমন্ত্রকের কর্মচারী, কলকাতার রহস্যময়ীর নাম লেখা ফোনে, কে তিনি?

সিং রাহুল সুনীল কুমার

কেন্দ্রীয় অর্থমন্ত্রকে কর্মরত এক চুক্তিভিত্তিক কর্মীকে গ্রেফতার করল পুলিশ। সে অফিসের গুরুত্বপূর্ণ তথ্য় অপর একজনকে সরবরাহ করত বলে অভিযোগ। সম্ভবত তিনি কলকাতার এক মহিলার কাছে এই নথি পাঠিয়েছেন বলে অভিযোগ। সেই অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় ৬১ পাতার একটি সরকারি নথি  ও একটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। 

ভীম নগর এলাকার বাসিন্দা নবীন পাল। বয়স ২৭ বছর। সোমবার রাতে তাকে রীতিমতো ফাঁদ পেতে একটি মন্দিরের সামনে থেকে গ্রেফতার করা হয়। ডেপুটি কমিশনার অফ পুলিশ( গ্রামীণ) শুভম প্যাটেল একথা জানিয়েছেন। 

তিনি জানিয়েছেন, ৬১ পাতার একটি সরকারি নথি ও একটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে।

তদন্তে নেমে পুলিশ একটি নম্বর সন্দেহজনক নম্বর পেয়েছে। সেটি অঞ্জলি অফ কলকাতা বলে সেভ করা ছিল। মনে করা হচ্ছে ওই মহিলার কাছেই তথ্য় সরবরাহ করা হয়েছে। হোয়াটস অ্য়াপের মাধ্যমে সেই নথি সরবরাহ করা হয়েছিল বলে অভিযোগ। 

এমনকী টাকার বিনিময়ে এই নথি সরবরাহ করা হয়েছে বলে অভিযোগ। কয়েকটা ব্যাঙ্ক স্টেটমেন্টও পেয়েছে পুলিশ। তার ভিত্তিতে তদন্ত চলছে। কিন্তু কেন তিনি এই ধরনের সরকারি নথি পাচার করছিলেন? তবে কি এর পেছনে বড় কোনও চক্র কাজ করছিল?  

অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ও আইটি অ্য়াক্টে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। এদিকে গোটা ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে পুলিশ। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ওই ব্যক্তি যে ধরনের সংবেদনশীল তথ্য় পাচার করে দিয়েছেন, তা দেশের জাতীয় সুরক্ষার ক্ষেত্রেও বিপজ্জনক। এমনকী অন্য দেশের সঙ্গে ভারতের সম্পর্কেও ফাটল ধরাতে পারে এই তথ্য়। এমনটাই খবর পুলিশ সূত্রে। সামগ্রিক পরিস্থিতিতে এই ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। 

এদিকে ঠিক কাকে এই তথ্য় সরবরাহ করা হত সেটাও খতিয়ে দেখছে পুলিশ। কারণ ওই নম্বরে লেখা ছিল অঞ্জলি অফ কলকাতা। তবে কি কলকাতার বাসিন্দা কোনও মহিলার কাছে এই নথি পাঠানো হয়েছিল? কে এই মহিলা? কী তার পরিচয়? কেন তাকে এভাবে নথি পাঠানো হল? এসব খতিয়ে দেখা হচ্ছে। তবে ওই মহিলার প্রকৃত পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। সব মিলিয়ে রহস্য একেবারে চরমে উঠেছে।