WB panchayat election 2023: ‘মায়ের পায়ের জবা’ হতে চেয়ে বুথের সামনে রিল পুলিশকর্মীর! Viral ভোটকেন্দ্রের Video

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোট। এক দিকে এটি নিয়ে বিতর্ক সপ্তমে। অব্যবস্থা ও গাফিলতির অভিযোগ প্রচুর। কেন্দ্র ও রাজ্যের পরস্পরকে দোষারোপ করতে করতেই কেটে যায় ভোট। প্রাণহানীর ঘটনাও প্রচুর। আর এই সব কিছুর মধ্যেই এক ভাইরাল ভিডিয়ো চলে এল বিতর্কের কেন্দ্রে! সম্প্রতি এমন একটি ভিডিয়ো নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে, যা আদতে রাজ্য পুলিশের এক কর্মীর তৈরি একটি রিল।

(আরও পড়ুন: ফুটপাতে জঞ্জাল ফেলে মোটা টাকার জরিমানার মুখে টেলর সুইফ্ট)

এক মহিলা পুলিশকর্মীকে দেখা গিয়েছে ওই রিলে। রিলে গান ছিল ‘আমার মায়ের পায়ে জবা হয়ে ফোট না উঠে মন’। সেই গানের তালে তালেই পা মেলাতে দেখা গেল তাঁকে। প্রসঙ্গত, পিছনে বুথকেন্দ্রে যে ভোট হচ্ছে, সেটাও দেখাতে ভোলেননি তিনি। পা মেলানোর সঙ্গে সঙ্গেই ঠোঁট মিলিয়ে তাঁকে গান গাইতে দেখা যায়। পিছনে যে বুথটি দেখা যাচ্ছিল, সেখানে কোনও কেন্দ্রীয় বাহিনীকেও দেখা যায়নি। বুথে ভোটারদের সংখ্যাও ছিল একেবারে কম। সাকুল্যে ১০-১৫ জন ভোটার দাঁড়িয়ে ছিলেন বুথের সামনে। তবে ১৪ সেকেন্ডের ভিডিয়োতে কোনও অশান্তির ছবিও নজরে পড়েনি। তবে ভিডিয়োটি ভাইরাল হতেই তীব্র সমালোচনার মুখে পড়তে হয় ওই মহিলা পুলিশকে।

(আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে শান্ত ও অশান্ত দেশগুলির তালিকায় আছে বেশ কিছু ভারত ঘনিষ্ঠ রাষ্ট্র)

আসল রিলটি পরে ডিলিট করে দেওয়া হয়। কিন্তু ততক্ষণে ভিডিয়োটি অন্য একজন পোস্ট করে দেন। মূল রিলের লিঙ্কও সেখানে শেয়ার করা হয়েছে। যদিও সে লিঙ্ক থেকে আসল রিল ততদিনে উধাও। রিলটি দেখার পরেই নানা মন্তব্য ধেয়ে আসে নেটিজেনদের তরফে। একজন লেখেন, ‘একদিকে মায়ের বুক ফাঁকা হচ্ছে, আর অন্য দিকে ইনি মায়ের পায়ে জবা হতে চাইছেন।’ আর একজন লেখেন, ‘এঁদের যে কাজে পাঠানো হয়েছে, সে কাজ করার ইচ্ছে নেই বোঝাই যাচ্ছে।’ আর একজন অনুমানের বশেই ভিডিয়োর নীচে লেখেন, ‘এঁরা চাকরি পেলেন কী করে! ভিতরে ছাপ্পা হচ্ছে আর উনি বাইরে দাঁড়িয়ে গান গাইছেন!’