প্রয়াত সুখেন্দুশেখর রায়ের স্ত্রী, তড়িঘড়ি মনোনয়ন জমা দিয়ে সাংসদ গেলেন হাসপাতালে

প্রয়াত রাজ্যসভার বিদায়ী সাংসদ সুখেন্দুশেখর রায়ের স্ত্রী মহাশ্বেতা রায়। দীর্ঘ দিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন। বুধবার তিনি রাজ্যসভার মনোনয়ন জমা দেওয়ার গিয়েছিলেন। সে সময় তিনি তাঁর স্ত্রীর মৃত্যুর খবর পান। শোকে ভেঙে পড়েন বিদায়ী রাজ্যসভার সাংসদ। তড়িঘড়ি হাসপাতালের উদ্দেশে রওনা দেন।

পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারের ভুগছিলেন। গত কয়েকদিন ধরে তাঁর শরীরিক অবস্থার অবনতি হয়। তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসকরা জানিয়েছেন, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ায় ভুগছিলেন তিনি। আজ সকালে তাঁর মৃত্যু হয় হাসপাতালেই। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।