Retail inflation in June 2023: তিন মাসের সর্বোচ্চ স্তরে পৌঁছাল খুচরো মুদ্রাস্ফীতি, তবে নির্দিষ্ট স্তরের মধ্যেই

তিন মাসের সর্বোচ্চ স্তরে পৌঁছে গেল খুচরো মুদ্রাস্ফীতি। কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল স্ট্যাটিসটিক্স অফিসের (এনএসও) পরিসংখ্যান অনুযায়ী, জুনে মাসে পাইকারি মুদ্রাস্ফীতির হার ঠেকেছে ৪.৮১ শতাংশে। যা মে’তে ছিল ৪.৩১ শতাংশ। অর্থাৎ চলতি বছরের ফেব্রুয়ারি থেকে পরপর চার মাস দক্ষিণমুখী হওয়ার ফের বাড়ল মুদ্রাস্ফীতির হার। ২০২২ সালের জুনে সাত শতাংশ ছিল। বিশেষজ্ঞদের বক্তব্য, খাদ্যশস্য এবং ডালের দামবৃদ্ধির জেরেই মুদ্রাস্ফীতি কিছুটা চড়েছে। তবে আপাতত তা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) নির্ধারিত স্তরের মধ্যেই আছে।

(বিস্তারিত পরে আসছে)