Sunil Chhetri Opens Up On Friendship And Discussions With Virat Kohli

নয়াদিল্লি: ভারতীয় ফুটবল দলের সর্বকালের অন্যতম সেরা প্লেয়ার এবং অধিনায়ক তিনি। আন্তর্জাতিক গোলের বিচারে ভারতীয়দের মধ্যে সকলের আগে। রয়েছে ৯২ আন্তর্জাতিক গোল। তিনি, সুনীল ছেত্রী (Sunil Chhetri)। ভারতীয় ফুটবল তারকাদের মধ্যে তিনি অন্যতম সেরা। তাঁর অধিনায়কত্বের পাশাপাশি ভারতীয় দলের হয়ে পারফরম্যান্স প্রত্যেকের কাছে দৃষ্টান্ত। ভারতীয় জাতীয় ফুটবল দলের হয়ে দীর্ঘ ১৮ বছর ধরে খেলে চলেছেন তিনি। শুধু খেলছেনই না, ভারতীয় দলের হয়ে ৯২টি আন্তর্জাতিক গোল করেছেন।

৩৮ বছর বয়সী এই অভিজ্ঞ ফুটবলার যিনি ব্লু টাইগারদের হয়ে সম্প্রতি ইন্টার কন্টিনেন্টাল কাপ, ত্রিদেশীয় কাপ এবং সাফ চ্যাম্পিয়নশিপ জিতে ট্রফির হ্যাটট্রিক করেছেন। ভক্তরা ভারতীয় দলকে নিঃশর্ত সমর্থন জানিয়েছে। তাঁর জন্য সুনীল কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

অন্যদিকে জাতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী ও ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির বন্ধুত্ব যে অসাধারণ তা আগেও দেখা গিয়েছে। বিরাটের ডাকে আইপিএলে আরসিবির প্র্যাক্টিসে গিয়ে ক্রিকেটারদের উৎসাহ দিয়েছিলেন সুনীল। কিছুদিন আগে আইএসএল টুর্নামেন্ট নিয়ে সুনীল ছেত্রী এবং বিরাটের মধ্যে অনেকক্ষণ কথোপকথন হয়। কোহলি এবং ছেত্রী উভয়ই তাদের নিজ নিজ ক্ষেত্রে সফল ব্যক্তিত্ব। তাঁরা দু’জনেই ফিটনেস সচেতন। গোটা দেশ তাঁদের অনুসরণ করে।

ছেত্রী জানিয়েছেন যে, তিনি ও কোহলি ম্যাচের চাপ এবং প্রত্যাশা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। কোহলির সঙ্গে আলোচনার বিষয় তিনি বলেন, ‘আমরা অনেক স্বাভাবিক বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করি। আমরা নিজেদের মধ্যে বেশি হাসি ঠাট্টাও করি। অনেক গভীর অলোচনা করেছি কোহলির সঙ্গে। তবে এমন নয় যে, আমরা প্রতিদিনই কথা বলি। এমন অনেক সময় আসে যখন আমরা মাসের পর মাস আমাদের মধ্যে কথাবার্তা হয় না। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা, আমাদের বিষয়গুলি খুব ভালোভাবে বুঝি। আমরা খুব ভালো বন্ধু। বিভিন্ন বিষয় নিয়ে আমাদের কথা হয়।’

সামনের মাসে ৩৯ পূর্ণ করবেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। অথচ এখনও যেন একুশের তরুণের মতো ফিট। প্রাণবন্ত। মাঠে দৌড়চ্ছেন। বল দখলের লড়াইয়ে নিজেকে নিংড়ে দিচ্ছেন। গোল করছেন। দলকে জেতাচ্ছেন।

দেখলে মনে পড়ে যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সেই বিখ্যাত মন্তব্য। ‘ফর্ম ইজ় টেম্পোরারি, ক্লাস ইজ় পার্মানেন্ট।’

মাঠে লালরিনজুয়ালা ছাংতে-সাহাল আব্দুল সামাদের মতো তরুণের সঙ্গে পাল্লা দিয়ে খেলে চলেছেন সুনীল। ভারতীয় ফুটবলের (Indian Football) কিংবদন্তি। যাঁকে জাতীয় দলের কোচ ইগর স্তিমাচ আরও পাঁচ বছর খেলতে দেখতে চান। সুনীল ছেত্রী নিজে কী ভাবছেন? আরও পাঁচ বছর মানে তো তাঁর বয়স হবে ৪৩। খেলা চালিয়ে যাওয়া সম্ভব?

এবিপি লাইভের প্রশ্নে জাতীয় ফুটবল দলের অধিনায়ক বললেন, ‘আমি জানি না। ৫ বছর আমি অধিনায়ক থাকব না হয়তো। নির্ভর করছে কোচ কী চাইছেন, বা অধিনায়ক কী চাইছে, তার ওপর।’ এরপরই সুনীল বললেন, ‘তবে আমি মনের দিক থেকে যেদিন সাড়া পাব না, অবসরের কথা ভাবব। এখনকার কথা বলতে পারি, আমি মানসিকভাবে দারুণ জায়গায় রয়েছি। ফিট রয়েছি। লম্বা কেরিয়ারে ভাল-খারাপ সময় আসে। আমি কেরিয়ারের খুব খারাপ দিন দেখেছি। আবার সবচেয়ে উজ্জ্বল দিনও দেখেছি। মন থেকে এখনও বলে চলেছে, লড়ে যাও। তাই মাঠে নেমে নিজের সেরাটা দিতে মুখিয়ে থাকি। যেদিন মন থেকে সেই বার্তাটা পাব না, সেদিনই সিদ্ধান্ত নিয়ে ফেলব। তার আগে আমি এখন ফুটবল ভীষণ উপভোগ করছি।’

আরও পড়ুন: ABP Exclusive: আলমবাজার থেকে কিংবদন্তি ম্যাকগ্রার ক্লাসে, শামি-মুকেশের পর ফের এক কোহিনূরের সন্ধান?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন       

https://t.me/abpanandaofficial