কোনও দলের পক্ষ নয়, সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র: সালমান এফ রহমান

বাংলাদেশে সফররত মার্কিন পররাষ্ট্র দফতরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু সহ একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে অংশ নেন। আসন্ন জাতীয় নির্বাচন, ভিসা নীতি, র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা নিয়েও আলাপ হয়েছে তাদের। এ সময় বুধবারের আওয়ামী লীগ ও বিএনপির শান্তিপূর্ণ সমাবেশের প্রশংসা করেছেন মার্কিন প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতে গুলশানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বাসায় দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়। নৈশভোজ শেষে সালমান এফ রহমান সাংবাদিকদের বৈঠকের আলোচনা নিয়ে ব্রিফ করেছেন।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ‘খোলামেলা আলাপ হয়েছে। সকালে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে উজরা জেয়ার দেখা হলো। দুই দেশের সম্পর্ক কীভাবে আরও ঘনিষ্ঠ করা যায়। ব্যবসা-বাণিজ্য নিয়েও আলাপ হয়েছে। মার্কিন প্রতিনিধি বলেছেন, নির্বাচন সম্পর্কে তাদের একই কথা- আমরা কোনও দলের পক্ষে নেই। আমরা কিন্তু সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন চাই। আমরাও তাদের জানিয়ে দিয়েছি, ফ্রি ফেয়ার ইলেশকশন চাই।’

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনও আলোচনা হয়নি জানিয়ে সালমান এফ রহমান বলেন, ‘গতকাল আওয়ামী লীগ বিএনপির সমাবেশ হয়েছে, সেখানে কোনও অসুবিধা হয়নি, সেটির প্রশংসা করেছে তারা। পুলিশের ভূমিকা নিয়েও অভিনন্দন জানিয়েছেন তারা।’ 

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা আরও বলেন, ‘ভিসা নীতি নিয়ে তারা বলেছেন, বিশেষ কাউকে টার্গেট করে এটা করা হয়নি। তাদের মতে, ভিসা নীতির কারণে বাংলাদেশের নির্বাচন ভালো হবে।’

গুলশানে সালমান এফ রহমানের বাসায় বাংলাদেশের প্রতিনিধি দলে ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ, যুক্তরাষ্ট্রের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক  (উত্তর আমেরিকার উইং) খন্দকার মাসুদুল আলম।

দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে বলেই র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মনে করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি বলেন, ‘তারা আমাকে বলেছে আমি কবে যুক্তরাষ্ট্রে যাবো, ‘তাদের সরকারের কারও সঙ্গে আলোচনা করতে চাইলে তারা ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে।’

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‘একটা হাইফ ক্রিয়েট করা হয়েছে যে তারা বোধহয় বাংলাদেশে সফরে এসে আমাদের চাপে ফেলবে নতুন করে। কিন্তু এটা তাদের নিয়মিত সফরের অংশ, বিশেষ কোনও সফর নয়। শুধু বাংলাদেশের নির্বাচনের এজেন্ডা নিয়ে আসেননি তারা। একটি দেশ সফর শেষে তারপর বাংলাদেশে এসেছেন। বাংলাদেশ সফর শেষে তাদের কেউ নেপালে যাবেন, কেউ দেশে ফিরে যাবেন।’

শাহরিয়ার আলম বলেন, ‘তারা বাংলাদেশের সার্বিক মানবাধিকার বিষয়ে কথা বলেছেন। মানবাধিকার মানে শুধু নির্বাচনকালীন বা পুলিশের হাতে গ্রেফতারের বিষয় না। আমাদেরকে সফরের আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু অনেকে অপেক্ষা করে আছে কোনও অস্বাভাবিক কিছু ঘটবে। কিন্তু আবারও পুর্নব্যক্ত করছি, বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা থেকে, নির্বাচনের আইন-বিধিমালা অনুযায়ী নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী হবে। এই সফরে তারা একটি শব্দ বলেছে, পিছ ফুল।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেছেন, ‘নির্বাচনের সময়ে বিএনপি জামাত দ্বারাই অতীতে শান্তি বিঘ্নিত হয়েছে। তার পুনারাবৃত্তি যেন না হয় সে বিষয়ে সরকার সজাগ আছে। আমরা ধন্যবাদ জানাই মার্কিন প্রশাসনকে এই শব্দটি উচ্চারণ করার জন্য।’

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে আরও ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন পিটার হাস, হোয়াইট হাউজের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের পরিচালক (সাউথ এশিয়া) ব্রায়ান লুটি, মার্কিন পররাষ্ট্র দফতরের আন্ডার সেক্রেটারির বিশেষ সহকারী ব্রায়ান ওয়াকলি, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাসের পলিটিক্যাল অফিসার সোফিয়া মুলেনবার্গ, পলিটিক্যাল কাউন্সিলের আর্তুরো হাইন্স।