তৃণমূলকে কুপোকাৎ, মাথা মুড়িয়ে ‘প্রায়শ্চিত্ত’ করলেন বিজেপি কর্মীরা

তৃণমূলকে হারিয়ে ১৫ বছর পর পঞ্চায়েত দখলের আনন্দে মাথা কামিয়ে ফেললেন বিজেপি কর্মীরা। বৃহস্পতিবার নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ভাজনঘাট টুঙ্গি গ্রাম পঞ্চায়েতের বিজেপি কর্মীরা এই কাণ্ড করেছেন। তাদের দাবি, তৃণমূল জমানায় পঞ্চায়েতে আসা টাকার শুধু ভাগ বাটোয়ারা হয়েছে। এলাকার কোনও উন্নয়ন হয়নি।

কৃষ্ণগঞ্জের ভাজন ঘাট টুঙ্গি গ্রাম পঞ্চায়েতে ১৮টি আসন। দীর্ঘ ১৫ বছর এই পঞ্চায়েত দখলে রেখেছিল তৃণমূল। মঙ্গলবারের ভোটগণনায় এখানে বিজেপি পেয়েছে ১২টি আসন। তৃণমূল পেয়েছে ৬টি। এর পরই সেখানে উৎসব শুরু করে দেন বিজেপি কর্মীরা। বৃহস্পতিবার তারা মাথা কামিয়ে জয় উজ্জাপন করেন।

স্থানীয় বিজেপি কর্মীদের দাবি, গত ১৫ বছর ধরে বরাদ্দের টাকার শুধু ভাগ বাটোয়ারা হয়েছে। উন্নয়নের কাজ হয়নি। তৃণমূলকে তাড়িয়ে আমরা প্রায়শ্চিত্ত করলাম। এবার এলাকার উন্নয়নে মন দেব।

এদিন পঞ্চায়েত কার্যালয়ের সামনেই একে একে মস্তক মুণ্ডন করেন বিজেপির বিজয়ী প্রার্থী ও কর্মীরা। তাদের দাবি, এই পঞ্চায়েত নির্বাচন থেকে তৃণমূলের শেষের শুরু হল। লোকসভা নির্বাচনে ওরা টের পাবে কত ধানে কত চাল। কারণ তখন ওদের বাঁচানোর জন্য রাজ্য নির্বাচন কমিশনার থাকবে না।