CV Anand Bose: ‘পিস রুম’এ জমা পড়া ৭,৫০০ অভিযোগ হাইকোর্টে পাঠানোর নির্দেশ দিলেন রাজ্যপাল

পঞ্চায়েত নির্বাচন চলাকালীন রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক হিংসায় আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে রাজভবনে পিস রুম খুলেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ফোনে অভিযোগ জানানোর সুযোগ ছিল সেখানে। সেই পিস রুমে জমা পড়া সমস্ত অভিযোগ কলকাতা হাইকোর্টে পাঠানোর নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল নির্দেশ দিয়েছেন, এই অভিযোগগুলির শুনানি না হওয়া পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করতে পারবে না রাজ্য নির্বাচন কমিশন।

রাজভবন সূত্রে জানা গিয়েছে, রাজভবনের পিস রুমে ভোটের ফলপ্রকাশের দিন পর্যন্ত প্রায় ৭,৫০০ অভিযোগ জমা পড়েছে। এই সমস্ত অভিযোগ কমিশন ও মুখ্যসচিবকে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই সমস্ত অভিযোগ এবার হাইকোর্টে পাঠানোর নির্দেশ দিয়েছেন রাজ্যপাল।

গত ১৭ জুন রাজভবনে পিস রুম চালু করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে রাজনৈতিক হিংসার শিকার ব্যক্তিরা এই পিস রুমে ফোন করে অভিযোগ জানাতে পারবেন বলে রাজভবনের তরফে জানানো হয়। তার পর রোজ পিস রুমে কয়েক শ করে অভিযোগ জমা পড়েছে। আক্রান্ত মানুষের সেই সব অভিযোগ রাজ্য প্রশাসনের কাছে পাঠিয়ে দিয়েছেন রাজ্যপাল। এবার সেই অভিযোগের বিচার হবে আদালতে।