IND Vs WI 1st Test: Virat Kohli On The Verge Of Surpassing Virender Sehwag And Viv Richards

ডমিনিকা: ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের (IND vs WI 1st Test) প্রথম দিনশেষে ম্যাচের রাশ সম্পূর্ণভাবে ভারতের হাতে। ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১৫০ রানে অল আউট করে দেওয়ার পর ভারতের দুই তারকা ওপেনার যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা দলের হয়ে ৮০ রান যোগ করেন। দিনশেষে ভারত ৭০ রানে পিছিয়ে। আজ ম্যাচের দ্বিতীয় দিনে তারকা ব্যাটার বিরাট কোহলিকে (Virat Kohli) ব্যাটিং করতে দেখতে পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর আজই বিরাট দুই কিংবদন্তিকে পিছনে ফেলে দিতে পারেন।

বিরাটের দখলে টেস্টে ৮৪৭৯ রান করেছেন। তিনি আজ যদি আরও ২১ রান করতে পারেন তাহলেই ৮৫০০ রানের গণ্ডি পার করে ফেলবেন কোহলি। মাত্র ষষ্ঠ ভারতীয় ব্যাটার হিসাবে সাড়ে আট হাজার রানের গণ্ডি পার করবেন কোহলি। বিরাট যদি ২৫ রান করেন তাহলেই তিনি লাল বলে বীরেন্দ্র সহবাগের আন্তর্জাতিক রানের রেকর্ড ভেঙে দেবেন। সহবাগের দখলে ৮৫০৩ রান রয়েছে। ২৫ রান করলেই কোহলি সহবাগকে পিছনে ফেলে ভারতের পঞ্চম সর্বোচ্চ টেস্ট রানসংগ্রাহক হয়ে যাবেন।

কোহলি যদি ৬২ রান করেন, তাহলে তিনি ভিভ রিচার্ডসকেও পিছনে ফেলে দেবেন। ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি টেস্টে ৮৫৪০ রান করেছেন। কোহলি ৬২ রান করলে সেক্ষেত্রে তাঁর দখলে ৮৫৪১ রান হয়ে যাবে। টেস্টে সর্বকালীন সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় সেক্ষেত্রে কোহলি ২৬ নম্বরে উঠে আসবেন। আজই ভাল ইনিংস খেললে কোহলি কিন্তু এই দুই কিংবদন্তিকে পিছনে ফেলে দেবেন।

প্রসঙ্গত, ১২ বছর আগেও ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ ডমিনিকায় মুখোমুখি হয়েছিল। সেটাই কোহলির প্রথম টেস্ট সিরিজ ছিল। সেই কোহলি এখন শতাধিক টেস্ট খেলে ফেলেছেন। ১২ বছর পর আবার সেই মাঠেই ফিরে এসে স্মৃতিচারণায় ডুবলেন কোহলি। বিসিসিআইয়ের পোস্ট করা এক ভিডিওতে বিরাট বলেন, ‘ডমিনিকায় সাজঘরে ফিরে এবং অনুশীলন করতে নেমে আমার আবার টেস্ট ক্রিকেটার হিসাবে আমার প্রথম সিরিজের কথা মনে পড়ে গিয়েছিল। এই দেশেই তো শুরুটা হয়েছিল। ১২ বছর পর শতাধিক টেস্ট খেলে আবার এখানে ফিরছি। দারুণ এক অনুভূতি। এমনটা হবে আমি ভাবতেও পারিনি। জীবন পরিপূর্ণ হয়েছে এবং এটা দারুণ অভিজ্ঞতা।’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: অল্প পরিশ্রমেই ক্লান্ত হয়ে যান আপনি? সর্বক্ষণ শরীরে থাকে ঝিমানি ভাব? সমস্যা এড়াতে রোজ কী কী করতে পারেন