Rafale Fighter Jet: ফ্রান্স থেকে ২৬ রাফাল যুদ্ধবিমান কিনবে ভারত, খরচ কত পড়বে?

২৬টি রাফাল যুদ্ধ বিমান কেনার ক্ষেত্রে সবুজ সংকেত দিল ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর। তার মধ্য়ে  ২২টি রাফাল এমএস ও ৪টি দুই আসন যুক্ত প্রশিক্ষণ করার উপযোগী বিমানও কেনার ছাড়পত্র মিলেছে। সেই সঙ্গেই তিনটি সাবমেরিনও কেনা হবে। এগুলি ভারতীয় নৌসেনার জন্য আনা হবে। সব মিলিয়ে স্থলে, জলে অন্তঃরীক্ষে একেবারে অপ্রতিরোধ্য হয়ে উঠছে ভারত। 

তবে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বহু নেটিজেন। তাঁদের দাবি, কেন্দ্রীয় সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। আমাদের সুরক্ষাকে নিশ্চিত করার জন্য় বড় উদ্যোগ। বিগতদিনে বলা হত সরকারের কাছে পর্যাপ্ত অর্থ নেই। তবে বর্তমানে সুরক্ষাকে নিশ্চিত করতে যাবতীয় পদক্ষেপ নিচ্ছে সরকার। 

এককথায় ভারতের প্রতিরক্ষাক্ষেত্রে এবার বিরাট উদ্যোগ। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফ্রান্সের প্রেসিডেন্ট  ইমানুয়েল ম্য়াক্রনের মধ্য়ে দীর্ঘ আলোচনা হয়। সম্ভবত দ্রুত এনিয়ে উভয়পক্ষের মধ্য়ে প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তি হতে পারে বলে খবর। 

ফ্রান্স থেকে নিয়ে আসা হবে এই ফাইটার জেট। মনে করা হচ্ছে সব মিলিয়ে ৮০,০০০ থেকে ৮৫,০০০ কোটি টাকা খরচ হতে পারে। ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল এক্ষেত্রে সবুজ সংকেত দিয়েছে। এই কাউন্সিলের মাথায় রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিকে এই বিমান ও সাবমেরিন ভারতে এলে আরও শক্তিধর হয়ে উঠবে ভারত। 

ইন্ডিয়ার এক্সপ্রেসের খবর অনুসারে জানা গিয়েছে, এই  রাফাল জেট ও আনুষাঙ্গিত যেসমস্ত যন্ত্রপাতি লাগবে, তার অস্ত্র সবটা নিয়ে দুই দেশের মধ্য়ে চুক্তি হবে। সমস্ত দিক বিবেচনা করে দুদেশের মধ্য়ে এই সম্ভার কেনার ক্ষেত্রে কত খরচ হবে তা নিয়ে কথাবার্তা হবে। তারপরই এনিয়ে পদক্ষেপ নেওয়া হবে।

কার্যত ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত বন্ধন আরও শক্তপোক্ত হবে বলেও মনে করছেন অনেকেই। 

এদিকে দুদিনের সফরে প্যারিস যেতে পারেন মোদী। তার আগে এই বিরাট প্রতিরক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত। 

সূত্রের খবর, ফ্রেঞ্চ ডসাল্ট এভিয়েশন এই রাফাল বিমান তৈরির দায়িত্বে রয়েছে। একবার চুক্তি হওয়ার পরে অন্তত তিন বছর সময় লাগে এগুলিকে ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে। তবে চুক্তি করা, টাকা পয়সা কত লাগবে সেটা ঠিক করা সহ যাবতীয় পদক্ষেপ নেওয়ার জন্য় অন্তত এক বছর সময় লেগে যেতে পারে।