Rohit Sharma Completed His Century In The First Test Against West Indies

ডমিনিকা: যশস্বী জয়সওয়ালের পর রোহিত শর্মা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি পূরণ করলেন ২ ভারতীয় ওপেনারই। নিজের টেস্ট কেরিয়ারের ১০ নম্বর সেঞ্চুরি পূরণ করলেন ভারত অধিনায়ক। ২০১৩ সালে কেরিয়ারের প্রথম টেস্টেও ক্য়ারিবিয়ানদের বিরুদ্ধে টেস্টে প্রথম সেঞ্চুরিটি হাঁকিয়েছিলেন। এদিন ১০ নম্বর সেঞ্চুরিটিও ক্য়ারিবিয়ানদের বিরুদ্ধেই হাঁকালেন হিটম্যান। বাউন্ডারি হাঁকিয়ে শতরান পূরণ করেন তিনি।

এই টেস্টে রোহিতের সঙ্গী ছিলেন কেরিয়ারের প্রথম টেস্ট খেলতে নামা যশস্বী। তিনি সেঞ্চুরি পূরণ করার ২ ওভার পরেই রোহিত তাঁর সেঞ্চুরি পূরণ করেন। দেশের বাইরে এই নিয়ে দ্বিতীয় টেস্ট শতরান হাঁকালেন হিটম্যান। ওপেনিংয়ে ভারতের হয়ে টেস্টে ওপেনিং জুটি হিসেবে সর্বাধিক ২২৯ রানের পার্টনারশিপ গড়েন রোহিত ও জয়সওয়াল। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ব্যর্থ হওয়ার পর কিছুটা চাপ বাড়ছিল। অধিনায়ক হিসেবেও ওয়েস্ট ইন্ডিজ সফর স্ক্যানারে রয়েছে। আপাতত সেই চাপমুক্ত কিছুটা হিটম্যান। ১০৩ রানের ইনিংস খেলেন এদিন রোহিত। ২২১ বলের ইনিংসে ১০টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান ভারত অধিনায়ক।

এদিকে, টেস্ট অভিষেকেই দুরন্ত যশস্বী জয়সওয়াল । ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেকের মঞ্চে ঝকঝকে সেঞ্চুরি করলেন মুম্বইয়ের তরুণ। সেই সঙ্গে ঢুকে পড়লেন সৌরভ গঙ্গোপাধ্যায়, বীরেন্দ্র সহবাগদের অভিজাত তালিকায়। যাঁদের প্রত্যেকেরই টেস্ট অভিষেকে সেঞ্চুরি রয়েছে।

১৯৯৬ সালের লর্ডস। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় বেহালার বীরেন রায় রোডের এক বাঁহাতি ব্যাটারের। যাঁর বিরুদ্ধে ৪ বছর আগে অভিযোগ উঠেছিল, তিনি নাকি আদর্শ টিম ম্যান নন। যে কারণে ১৯৯২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ান ডে অভিষেক হলেও বাদ পড়ে গিয়েছিলেন। লর্ডসে দুরন্ত প্রত্যাবর্তন ঘটান সৌরভ গঙ্গোপাধ্যায়। ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করেন। 

সৌরভের ২৭ বছর পর টেস্ট অভিষেকে নজরকাড়া সেঞ্চুরি করলেন আরও এক বাঁহাতি। যশস্বী। তাঁরও দলে সুযোগ পাওয়া নিয়ে ভ্রু কুঁচকেছিলেন অনেকে। বলা হয়েছিল, আইপিএলের পারফরম্যান্সের জোরে কীভাবে টেস্ট দলে সুযোগ পেলেন। যদিও অনেকেই ভুলে গিয়েছিলেন যে, প্রথম শ্রেণির ক্রিকেটে ৮০-র ওপর ব্যাটিং গড় রয়েছে মুম্বইয়ের ক্রিকেটারের।

মাঠে ব্যাট হাতেই সব সমালোচনার জবাব দিলেন যশস্বী। সেঞ্চুরির পরই যিনি হেলমেট খুলে দৌড়ে গিয়ে বড় এক লাফ মারলেন। তারপরই সেলিব্রেট করলেন হেলমেট ও মাথা ঝুঁকিয়ে। কুর্নিশ করার ভঙ্গিতে। সেলিব্রেশনের যে ধরন ট্রেডমার্ক হয়ে গিয়েছে শুভমন গিলের কল্যাণে। শুভমনকে কি ধন্যবাদও দিলেন যশস্বী? শুভমন নিজে থেকে তিন নম্বরে নামার ইচ্ছাপ্রকাশ না করলে তো যশস্বীর ওপেনিং করাই হতো না!