US Open: Lakshya Sen, PV Sindhu Reaches 2nd Round With Straight Game Wins

নয়াদিল্লি: ভারতের দুই তারকা শাটলার পিভি সিন্ধু (PV Sindhu) ও লক্ষ্য সেন (Lakshya Sen) সহজেই যুক্তরাষ্ট্র ওপেনের (US Open) দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন। উভয় তারকাই নিজেদের সিঙ্গেলস বিভাগের ম্যাচে স্ট্রেট গেমে জয় পান। 

বিশ্বের ১২ নম্বর শাটলার সিন্ধুু যুক্তরাষ্ট্রেরই দিশা গুপ্তকে পরাজিত করেন। তাঁদের প্রথম সাক্ষাৎকারে স্কোরলাইন সিন্ধুর পক্ষে ২১-১৫, ২১-১০। ব়্যাঙ্কিংয়ের বিচারে সিন্ধুর থেকে অনেক পিছনে থাকা, বিশ্বের ১৩৬ নম্বর দিশা কিন্তু শুরুটা প্রথম গেমে খুবই ভাল করেছিলেন। প্রথম গেমের বিরতিতে সিন্ধু দুই পয়েন্টে পিছিয়েই ছিলেন। তবে বিরতির পর সিন্ধু নিজের ছন্দ ফিরে পান। দুইবারের অলিম্পিক্স পদকজয়ী সিন্ধু পরবর্তী ১৬টি পয়েন্টের মধ্যে ১২ পয়েন্ট জিতে নিয়ে গেমটা নিজের নামে করতে সক্ষম হন।

দ্বিতীয় গেমে অবশ্য দিশাকে আর ম্যাচে ফেরার কোনওরকম সুযোগই দেননি ভারতীয় তারকা শাটলার। শুরু থেকে শেষ পর্যন্ত তিনিই দাপট দেখান। দ্বিতীয় গেম সহজে জিতে নিয় ম্যাচও জিতে নেন সিন্ধু। চিনা তাইপের সুং সু উইয়ুন এর বিরুদ্ধে নিজের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলবেন সিন্ধু। অপরদিকে, লক্ষ্য সেন গত সপ্তাহেই কানাডা ওপেন জিতেছিলেন। কেরিয়ারের দ্বিতীয় বিডব্লুএফ খেতাব জয়ের পর স্বাভাবিকাবেই আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছেন লক্ষ্য। তাঁর আত্মবিশ্বাস, তাঁর খেলাতেও ধরা পড়ল।

বিশ্বের ৫৫ নম্বর কলজনেনেরর বিরুদ্ধে লক্ষ্য নিজের ম্যাচ ২১-৮, ২১-১৬ স্কোরলাইনে জেতেন। তাঁর ম্যাচ জিততে আধ ঘণ্টাও সময় লাগেনি। টুর্নামেন্টের তৃতীয় বাছাই লক্ষ্য চেক প্রজাতন্ত্রের জান লাউডারের মুখোমুখি হবেন। সকলকে খানিকটা চমকে দিয়েই শঙ্কর মুথুস্বামীও পরের রাউন্ডে পৌঁছে গিয়েছেন। তিনি কোয়ালিফায়ার খেলে মূলপর্বে খেলার যোগ্যতাঅর্জন করেছিলেন। সেই শঙ্করই বিশ্বের ৩২ নম্বর টুর্নামেন্টের অষ্টম বাছাই নাহতকে  ২১-১১, ২১-১৬ স্কোরে স্ট্রেট গেমে পরাজিত করেন।

এই দুই তারকা পরের রাউন্ডে পৌঁছতে পারলেও, বি সাই প্রণীত ও রুতভিকা শিবানী। সাই প্রণীত প্রথম গেম ২১-১৬তে জিতলেও, পরের দুই গেমে ১৪-২১, ১৯-২১ পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যান। রুতভিকা ১৪-২১, ১১-২১ স্কোরলাইনে স্ট্রেট গেমে পরাজিত হন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: অল্প পরিশ্রমেই ক্লান্ত হয়ে যান আপনি? সর্বক্ষণ শরীরে থাকে ঝিমানি ভাব? সমস্যা এড়াতে রোজ কী কী করতে পারেন