এবার বাংলাদেশের সামনে টি-টোয়েন্টি চ্যালেঞ্জ

ক্রিকেটের তিন ফরম্যাটের মধ্যে বাংলাদেশ সবচেয়ে ভালো খেলে ওয়ানডে। কিন্তু এই ফরম্যাটেই আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ হেরেছে বাংলাদেশ দল। শুক্রবার শুরু হচ্ছে তাদের কাছে সবচেয়ে কঠিন ফরম্যাট টি-টোয়েন্টি। এটা স্বীকৃত কুড়ি ওভারের ক্রিকেট আফগানরা দুর্দান্ত একটি দল। তাই নিশ্চিতভাবে সিলেটে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কঠিন চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার সন্ধ্যা ছয়টায় প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে দুই দল। গাজী টেলিভিশন ও টি-স্পোর্টস ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। 

সিলেটের এই মাঠে প্রথমবারের মতো খেলতে যাচ্ছে আফগানিস্তান। তাই ওয়ানডে সিরিজে পরাজিত বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজে ভালো কিছুর প্রত্যাশায়। কিন্তু দুই দলের মাঠের লড়াইয়ের আগে দুশ্চিন্তা বৃষ্টিকে ঘিরে। বৃষ্টির লুকোচুরির মধ্যে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি সেরেছে সাকিব আল হাসানের দল। খুব একটা বাগড়া না দেওয়ায় নিজেদের ঝালিয়ে নিতে সমস্যায় পড়তে হয়নি। তবে আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী শুক্রবার সেখানে দিনভর ধাপে ধাপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই পুরো ২০ ওভারের সম্ভাবনা ক্ষীণ বলা চলে। অধিনায়ক সাকিব জানিয়েছেন, টসের সময় কন্ডিশন বিবেচনা করে ঠিক করবেন একাদশ। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমাদের বার্তা থাকবে কোচ ও আমার তরফ থেকে সবাইকে প্রস্তুত থাকার জন্য। যেহেতু এমন একটা অবস্থা বৃষ্টি আসতে পারে। খেলা সংক্ষিপ্ত হতে পারে। পাঁচ ওভার ম্যাচ হতে পারে, ১০ ওভারের হতে পারে, ১৫-১৮ ওভারেরও হতে পারে। আমাদের আসলে ওপেন থাকতে হবে। টসের আগ মুহূর্তেই আমরা ডিসাইড করতে পারবো কত ওভারের ম্যাচ হচ্ছে। সেভাবে টিমটাকে দাঁড় করাবো।’

এই ফরম্যাটে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের রেকর্ডও খুব ভালো নয়। ৯ ম্যাচের মধ্যে বাংলাদেশের জয় মাত্র তিনটিতে। রশিদ খানের দলের বিপক্ষে এখন পর্যন্ত সিরিজ জয়ের কোনও রেকর্ড নেই। উল্টো দেরাদুনে হোয়াইটওয়াশ হওয়ার রেকর্ড আছে। ওয়ানডে সিরিজ হারলেও সাকিবরা ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ হারতে চান না, ‘আমাদের দলে অবশ্যই লক্ষ্য দুইটা ম্যাচই যেন জিততে পারি। যদিও খুব একটা সহজ হবে না। আমাদের আশা এটাই থাকবে।’

ওয়ানডে সিরিজে আফগান স্পিনত্রয়ী বাংলাদেশকে বেশ ভুগিয়েছে। টি-টোয়েন্টিতেও তারাই বাংলাদেশের জন্য হুমকি হয়ে উঠতে পারেন। সাকিব অবশ্য নির্দিষ্ট কাউকে নিয়ে পরিকল্পনা করতে চান না, ‘শেষ দুইটা হোম সিরিজে আমরা ভালো খেলেছি। এটা আমাদের জন্য নতুন একটা চ্যালেঞ্জ। আফগানিস্তান অবশ্যই খুবই ভালো দল। চেষ্টা থাকবে যেভাবে আমাদের ক্রিকেটটা খেলছি, যেভাবে ইম্প্রুভ করছি, সেভাবে প্রতিটা ম্যাচে পারফর্ম করার জন্য।’

এদিকে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের এই সিরিজ কেবল দুটি ম্যাচই নয়। এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে বাংলাদেশকে আরও ভালো ভাবে চিনে নেওয়ার সুযোগ। আফগান অধিনায়ক রশিদ খান বলেছেন, ‘আমরা মাত্রই একটা সিরিজ জিতেছি। চার বছর আগে একটি টেস্ট ম্যাচ জিতেছি এখানে। যেটা আমাদের দলের অন্যতম অর্জন ছিল। ভালো বিষয়টি হচ্ছে আমরা এশিয়া কাপ, বিশ্বকাপের ভালো প্রস্তুতি নিচ্ছি। কিন্তু আমাদের এশিয়া কাপ ও বিশ্বকাপে এই ধারাটা ধরে রাখতে হবে। সেরেটা দিতে হবে।’