রুশ শহরে পোলিস কনস্যুলেট বন্ধ, পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি

পশ্চিম রাশিয়ান শহর স্মোলেনস্কে পোল্যান্ডের কনস্যুলেট বন্ধ করে দিচ্ছেন ভ্লাদিমির পুতিন। এ সংক্রান্ত এক আদেশে শুক্রবার সই করেছেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিন। রাশিয়ান এবং পোলিস নাগরিকদের মধ্যে যোগাযোগ মজবুত করতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক বিকাশের জন্য ২০১১ সালে স্মোলেনস্কে পোলিস কনস্যুলেট খোলা হয়েছিল।

মন্ত্রিসভার প্রেস সার্ভিস ইন্টারফ্যাক্সকে জানায়, প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রাশিয়ান সরকারের আদেশটি পোল্যান্ডে রাশিয়ান কনস্যুলার প্রতিষ্ঠান এবং রাশিয়ার পোলিস প্রতিষ্ঠানগুলোর সমতা পুনরুদ্ধারের অনুমতি দেয়।’

এপ্রিলে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে রুশ কূটনীতিকদের সন্তানদের জন্য তৈরি একটি স্কুল বন্ধ করে দেয় পোলিস সরকার। এর পাল্টা পদক্ষেপ হিসেবে কনস্যুলেট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রুশ সরকার।  

 

 

পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লুকাস জাসিনা সে সময় জানিয়েছিলেন, পোল্যান্ড আইনের মধ্যে থেকে কাজ করছে। তিনি বলেন, ‘আমাদের মতামত আদালতের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। এই সম্পত্তিটি পোলিশ রাষ্ট্রের অন্তর্গত, রাশিয়া এটিকে অবৈধভাবে দখলে রেখেছিল।’

কনস্যুলেট বন্ধের প্রতিক্রিয়ায় পোল্যান্ড বলেছে, তারা তাদের দেশে রুশ কূটনৈতিক মিশন বন্ধ করে দেবে।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা সব সময় রাশিয়ার কাছ থেকে আক্রমণাত্মক কূটনৈতিক পদক্ষেপের তথ্য পাই। যদি শেষ পর্যন্ত এমনটি হয় তবে আমরাও একই পথে হাঁটব।’

সূত্র: মস্কো টাইমস