Asian Athletics Championships 2023 Parul Chaudhary Tajinderpal Singh Wins Gold Shaili Singh Won Silver Know Details

ব্যাংকক: এশীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (Asian Athletics Championship) ভারতের সোনার দিন। শট পাটার তজিন্দর পাল সিংহ টুর (Tajinderpal Singh Toor) ও অ্যাথলিট পারুল চৌধুরী (Parul Chaudhary) সোনা জিতলেন। 

তাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আয়োজিত হয়েছে এশীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। শুক্রবার যে প্রতিযোগিতায় নজর কাড়লেন ভারতীয় অ্যাথলিটরা। দ্বিতীয় প্রচেষ্টায় নিজের সেরা থ্রো করে সোনা জিতলেন শট পাটার তজিন্দর। প্রথম থ্রোয়ে ১৯.৮ মিটার দূরত্ব অতিক্রম করেন তিনি। দ্বিতীয় থ্রোয়ে ২০.২৩ মিটার দূরত্ব অতিক্রম করেন। তবে কুঁচকিতে চোট পান তিনি। খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে যেতে দেখা যায় তাঁকে। ২৮ বছরের অ্যাথলিট তাঁর বাকি চার প্রচেষ্টা করেননি। দ্বিতীয় থ্রোয়ের ভিত্তিতেই সোনা জেতেন তজিন্দর।

চলতি বছরে তাঁর সোনার দৌড় চলছে। ২০২৩ সালে মোট সাতটি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তজিন্দর। সবকটিতেই সোনা জিতেছেন। ইরানের মেহেদি সাবেরি শুক্রবার রুপো জিতেছেন। ১৯.৯৮ মিটার দূরত্ব অতিক্রম করেছেন তিনি। কাজাখস্তানের ইভান ইভানভ ১৯.৮৭ মিটার দূরত্ব অতিক্রম করে ব্রোঞ্জ জেতেন।

চার বছর আগে দোহা এশিয়ান চ্যাম্পিয়নশিপেও সোনা জিতেছিলেন তজিন্দরপাল। ভুবনেশ্বরে ২০১৭ সালে রুপো জিতেছিলেন। এশিয়ান গেমসেও চ্যাম্পিয়ন তজিন্দরপাল। এশিয়ান ইন্ডোর চ্যাম্পিয়নশিপেও সোনা জিতেছিলেন। জাতীয় ও এশীয় স্তরে রেকর্ডের অধিকারী তিনি। গত মাসে ভুবনেশ্বরে ২১.৭৭ মিটার থ্রো করে যে রেকর্ড গড়েছিলেন।

মহিলাদের ৩০০০ মিটার স্টিপলচেজ়ে সোনা জেতেন পারুল চৌধুরী। ২০১৯ সালে ৫ হাজার মিটার দৌড়ে ব্রোঞ্জ জিতেছিলেন। ২৮ বছরের অ্যাথলিট এর আগে ৩০০০ মিটার স্টিপলচেজ়ে অল্পের জন্য পোডিয়ামে ওঠার সুযোগ হারিয়েছেন। ২০১৭ সালে চতুর্থ ও ২০১৯ সালে পঞ্চম হয়েছেন পারুল।

ব্যাংককে ৯:৩৮.৭৬ সময় করেন পারুল। চিন  ও জাপানের প্রতিদ্বন্দ্বীকে হারান তিনি। মহিলাদের লং জাম্পে রুপো জিতেছেন ১৯ বছরের শৈলী সিংহ। ৬.৫৪ মিটার দূরত্ব অতিক্রম করেন তিনি।  ২০২১ সালে ,অনূর্ধ্ব ২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপেও রুপো জিতেছিলেন শৈলী। প্রথম প্রয়াসেই নিজের সেরা পারফরম্যান্স দেন তিনি।

পুরুষদের ৩ হাজার মিটার স্টিপলচেজ়ে অল্পের জন্য পদক জিততে পারেননি বাল কিষাণ। চতুর্থ হয়েছেন তিনি। তৃতীয় দিনে তিনটি পদক জিতেছে ভারত। সব মিলিয়ে ৯টি পদক ভারতের ঝুলিতে। যার মধ্যে ৫টি সোনা। 

আরও পড়ুন: দল বদলের বাজারে ফের চমক মোহনবাগান সুপার জায়ান্টের, সবুজ মেরুনে যোগ দিলেন সাহাল

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial