Bengal Violence: অভিষেক বলেছিলেন শান্তিপূর্ণ ভোট হবে, কিন্তু হয়নি: সৌগত রায়

পঞ্চায়েত নির্বাচনে বেলাগাম হিংসা ও একের পর এক প্রাণহানিতে আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। এবার দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসের পরেও কেন ভোট শান্তিপূর্ণ হল না সেই প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ সৌগত রায়। যার জেরে দলের অন্দরে অস্বস্তি আরও বাড়ল বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার নিজের লোকসভা কেন্দ্রের অন্তর্গত বরানগরে এক দলীয় সভায় সৌগত রায় বলেন, ‘প্রথম দিন থেকে অভিষেক বলেছিলেন সবাইকে লড়তে দেবেন। সেটা হয়েছে। কিন্তু উনি বলেছিলেন ভোট শান্তিপূর্ণ হবে। সেটা হয়নি। আমি এব্যাপারে আর আলোচনা করতে চাই না।’

প্রবীণ রাজনীতিক সৌগতবাবু সৌজন্য দেখিয়ে আলোচনা না করতে চাইলেও আলোচনা থামছে না। তাঁর মন্তব্যের নানা ব্যাখ্যা করছে তৃণমূল ও বিরোধীরা।

সৌগতবাবুর মন্তব্যে তৃণমূলের অস্বস্তি বেড়েছে বলে মনে করছে দলেরই একাংশ। তাদের দাবি, সৌগতবাবুর মন্তব্যে বিরোধীরা প্রশ্ন করছে তাহলে কি দলের নিচু তলায় কোনও নিয়ন্ত্রণ নেই অভিষেকের? বিরোধীদের আবার দাবি, সৌগতবাবুর বয়স হয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনে তাঁর টিকিট পাওয়ার সম্ভাবনা কম। তাই অন্যান্য নেতাদের মতো তাঁর আর কালীঘাটের মন যুগিয়ে চলার বাধ্যবাধকতা নেই। তাই অভিষেকের মন্তব্য স্মরণ করিয়ে এমন কথা বলতে পারছেন তিনি।

এর আগে ভোটে বেলাগাম সন্ত্রাসের জন্য জেলা প্রশাসনকে দায়ী করেছিলেন সৌগতবাবু। তবে মনে করিয়েছিলেন, ভোট চলাকালীন প্রশাসন রয়েছে কমিশনের হাতে।