Chandrayaan 3 Launch Live Streaming: একটু পরেই চন্দ্রযান ৩-র উৎক্ষেপণ, স্বপ্নের যাত্রার সূচনা কখন, কোথায় লাইভ দেখবেন?

শুক্রবার দুপুর ২ টো ৩৫ মিনিট ১৭ সেকেন্ড- আজ যেন ওই মুহূর্তের জন্যই পুরো দেশ অপেক্ষা করছে। কারণ ঠিক ওই সময়ই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে চন্দ্রযান ৩-র উৎক্ষেপণ হবে। ‘বাহুবলী’ লঞ্চ ভেহিকেল মার্ক-৩ (এলএমভি৩) এম৪ রকেটের পিঠে করে চাঁদের উদ্দেশে রওনা দেবে ল্যান্ডার এবং রোভার-সহ চন্দ্রযান-৩। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৩ অগস্ট চাঁদের মাটিতে পা পড়বে চন্দ্রযান ৩-র। আর সেই স্বপ্ন সত্যি হলে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদে পা দেওয়ার নজির গড়বে ভারত (আমেরিকা, পূর্বতন সোভিয়েত ইউনিয়ন এবং চিন)। শুধু তাই নয়, পুরো বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে ভারত ইতিহাস গড়ে ফেলবে।

আরও পড়ুন: Chandrayaan 2 vs Chandrayaan 3: ২০১৯-র কান্না ভোলাবে ২০২৩? চন্দ্রযান ২-র থেকে চন্দ্রযান ৩-তে কী কী পরিবর্তন হল?

অর্থাৎ এক ঐতিহাসিক যাত্রার সূচনা হতে চলেছে আজ দুপুরে। যে মুহূর্তের সাক্ষী থাকার জন্য অনেকেই উদগ্রীব হয়ে আছেন। কিন্তু কীভাবে চন্দ্রযান ৩-র উৎক্ষেপণ দেখা যাবে, তা নিয়ে অনেকেই ধন্দে আছেন। তাঁরা কীভাবে ভারতের স্বপ্নের মিশন চন্দ্রযান ৩-র উৎক্ষেপণ দেখতে পারবেন, তা এই প্রতিবেদনে জানতে পারবেন।

কীভাবে চন্দ্রযান ৩-র উৎক্ষেপণের লাইভ সম্প্রচার দেখতে পাবেন?

ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর অফিসিয়াল ওয়েবসাইট এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজে চন্দ্রযান ৩-র উৎক্ষেপণের লাইভ সম্প্রচার দেখা যাবে। ইসরোর তরফে জানানো হয়েছে, শুক্রবর দুপুর দুটো থেকে লাইভ সম্প্রচার শুরু হবে। ইসরোর অফিসিয়াল ওয়েবসাইট, ইসরোর অফিসিয়াল ফেসবুক পেজ, ইসরোর অফিসিয়াল ইউটিউব পেজ এবং ডিডি ন্যাশনালে সেই মুহূর্তের লাইভ সম্প্রচার দেখতে পারবেন। সেইসঙ্গে ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-য় চন্দ্রযান ৩-র উৎক্ষেপণের প্রতি মুহূর্তের লাইভ আপডেট পাবেন।

১) ইসরোর অফিসিয়াল ওয়েবসাইট: এখানে ক্লিক করুন

২) ইসরোর অফিসিয়াল ফেসবুক পেজ: এখানে ক্লিক করুন

৩) ইসরোর অফিসিয়াল ইউটিউব পেজ: এখানে ক্লিক করুন

এমনিতে গত দু’দশক ধরেই চাঁদে পা দেওয়ার জন্য ভারত বিভিন্ন পদক্ষেপ করে আসছে। ২০১৯ সালে তো স্রেফ ২.১ কিলোমিটারের জন্য চাঁদে পা দিতে পারেনি ভারত। সেই বছর একেবারে নিখুঁতভাবে যাত্রা শুরু করেছিল চন্দ্রযান-২। সবকিছু ঠিকঠাক যাচ্ছিল। কিন্তু চাঁদের মাটি স্পর্শ করার ঠিক ২.১ কিলোমিটার আগে ইসরোর সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল চন্দ্রযান ২-র ল্যান্ডারের। ভারতীয় মহাকাশ সংস্থার তরফে জানানো হয়, চাঁদের মাটিতে ‘সফট ল্যান্ডিং’ করতে পারেনি ল্যান্ডার ‘বিক্রম’। আর এবার সেই অধরা স্বপ্নপূরণ করার লক্ষ্য নিয়ে চন্দ্রযান-৩ মিশনে নেমেছেন ইসরোর বিজ্ঞানীরা।