Delhi Floodwater Death: দিল্লিতে মেট্রো নির্মাণস্থলের কাছে বন্যার জলে ডুবে মৃত ৩ নাবালক , মুখ খুলল মেট্রোরেল কর্পোরেশন

গত কয়েকদিনের মুষলধারে বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত দিল্লি। রাজধানীতে ব্যাপক বর্ষণের ফলে বহু জায়গায় আপাতত জলমগ্ন। তারমধ্যে ঘটে গেল এক দুর্ঘটনা। শুক্রবার উত্তর পশ্চিম দিল্লির মুকুন্দপুর চকে এক মেট্রোর নির্মিয়মান এলাকায় জলের মধ্যে পড়ে ডুবে গিয়ে মৃত্যু হয়েছে তিন নাবালকের। ঘটনার পরই দিল্লি মেট্রো রেল কর্পোরেশন নিজের অবস্থান স্পষ্ট করেছে।

জানা গিয়েছে, যারা মারা গিয়েছে তাদের বয়স ১০ থেকে ১৩ বছরের মধ্যে। মৃতদের নাম নিখিল, পীযূষ ও আশিস। শুক্রবার দুুপুর নাগাদ এই ঘটনা ঘটে যায়। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। দিল্লির দমকল বিভাগের তরফে অতুল গর্গ বলেন, ‘ মেট্রো নির্মাণের জায়গায় খাদে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। তাদের উদ্ধার করে বাবু জগজীবন রাম মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে তাদের চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ এদিকে, এই মৃত্যুর ঘটনা ঘিরে অবস্থান স্পষ্ট করেছে দিল্লি মেট্রো কর্পোরেশন। ডিএমআরসি বা দিল্লি মেট্রো কর্পোরেশনের তরফে বলা হয়েছে, ‘ এটি পরিষ্কার করার জন্য যে আমাদের সাইটগুলি থেকে এমন কোনও ঘটনা রিপোর্ট করা হয়নি। DMRC-এর সাইটগুলি সঠিকভাবে ব্যারিকেড করা হয়েছে এবং শুধুমাত্র অনুমোদিত কর্মীদের জন্য প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রিত।’

এদিকে, ঘটনা ঘিরে শোক প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী ওই তিন বালকের মৃত্যুর ঘটনায় বলেন, ‘শহরে তিন শিশুর মৃত্যু হওয়া খুবই দুঃখজনক। সংবাদমাধ্যমে খবর থেকে আমরা জানতে পেরেছি যে তিনটি শিশুই নদীতে স্নান করতে বেরিয়েছিল।’ উল্লেখ্য, ফুঁসে ওঠা যমুনা দেশের  রাজধানীর বড় অংশকে প্লাবিত করেছে। এই জলমগ্ন দিল্লিতে এই তিন শিশুর মৃত্যু বন্যার জেরে মৃত্যুর প্রথম ঘটনা। সদ্য প্রবল বর্ষণের ফলে দিল্লির একাধিক জায়গায় জল দাঁড়িয়েছে। লালকেল্লা সংলগ্ন এলাকায় জলমগ্ন হওয়ার দৃশ্যও উঠে এসেছে। যমুনা ফুলে ফেঁপে উঠেঠে ২০৭.৭১ মিটার। যা ১৯৭৮ সালের পর সর্বকালীন রেকর্ড ভেঙে দিয়েছে দিল্লির বর্ষার।